সঞ্চয়ন মিত্র, কলকাতা : প্রবল গরম থেকে সাময়িক স্বস্তির আভাস। রাজ্যে শুক্রবার পর্যন্ত চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ( Heavy Rain ) । মাঝেমধ্যেই বইবে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে এই ক’দিন ভারী বৃষ্টি হবে। কালবৈশাখীর ( Kal Boisakhi ) পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত । এর প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। মঙ্গলবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভানা । বুধবার দক্ষিণবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। কয়েকটি জেলার দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামীকাল কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
শিলাবৃষ্টির সতর্কতা
শিলাবৃষ্টির সতর্কতা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। বাকি জেলাগুলিতেও ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। শুক্রবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতে।
উত্তরের আবহাওয়া
আজ উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারের দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধ এবং বৃহস্পতিবারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতে। শুক্রবার থেকে বাড়বে তাপমাত্রা।
মেঘলা কলকাতা
কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে খবর, বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। আজ রাত অথবা আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি। বৃষ্টি না হলে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। বৃহস্পতিবারের পর তাপমাত্রা বাড়তে পারে। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তিন ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় যা ৫ ডিগ্রি কম।
এক নজরে কলকাতার তাপমাত্রা
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
02-May | 25.0 | 35.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
03-May | 25.0 | 34.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
04-May | 25.0 | 33.0 | Thunderstorm with rain | |
05-May | 26.0 | 33.0 | Partly cloudy sky | |
06-May | 27.0 | 34.0 | Mainly Clear sky | |
07-May | 27.0 | 35.0 | Mainly Clear sky | |
08-May | 27.0 | 36.0 | Mainly Clear sky |
আরও পড়ুন : সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?