সঞ্চয়ন মিত্র, কলকাতা : এবার বৃষ্টির জন্য হাপিত্যেশ। চৈত্র শেষে আরও বাড়বে গরম। বুধ থেকে শনিবার কলকাতায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। শহরে ৪০ ডিগ্রির ঘরে পৌঁছবে পারদ।
তাপপ্রবাহের আশঙ্কা
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী সপ্তাহের শুরু থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা, উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের ( Heat Wave ) আশঙ্কা রয়েছে। ৬-৭টি জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকবে তাপমাত্রা। শনিবার থেকে উত্তরবঙ্গেও গরম বাড়বে। সব মিলিয়ে গরমে হাঁসফাঁস করতে করতেই কাটবে এবারের পয়লা বৈশাখ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দুই পর্যায়ে বাড়বে তাপমাত্রা। রবিবার এপ্রিল পর্যন্ত ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এরপর ১০- ১৫ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা সহ উপকূল সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আগামী সোমবার থেকে শনিবার পর্যন্ত বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা।
স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা
পশ্চিমবঙ্গের ৬ থেকে ৭ জেলায় স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তারও বেশি থাকতে পারে তাপমাত্রা। ১৫ ই এপ্রিল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। দক্ষিণবঙ্গের দু এক জেলায় খুব সামান্য ছিটে-ফোঁটা বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গে পশলা বৃষ্টি
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে সামগ্রিকভাবে উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা।
কলকাতার তাপমাত্রা
কলকাতায় আজ মূলত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ক্রমশ বাড়বে। জলীয় বাষ্প থাকায় বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন শুকনো গরম থাকবে। আগামী সপ্তাহে কলকাতাও ৪০ ডিগ্রি ছুঁয়ে তাপপ্রবাহের কবলে পড়তে পারে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
আগামী কয়েকদিন কলকাতায় কেমন তাপমাত্রা থাকবে জানাচ্ছে আবহাওয়া দফতরের ওয়েবসাইট
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
08-Apr | 27.0 | 37.0 | Partly cloudy sky | |
09-Apr | 28.0 | 38.0 | Mainly Clear sky | |
10-Apr | 28.0 | 38.0 | Partly cloudy sky | |
11-Apr | 28.0 | 39.0 | Partly cloudy sky | |
12-Apr | 28.0 | 40.0 | Mainly Clear sky | |
13-Apr | 28.0 | 40.0 | Hot & Humid day | |
14-Apr | 28.0 | 41.0 | Hot & Humid day |
আরও পড়ুন :
মেঘ কাটিয়ে হাসছে রোদ, মন খারাপের দিন পেরিয়ে ঝলমলে দার্জিলিং পাহাড়