কলকাতা : চৈত্রেও স্বস্তির বৃষ্টি! রবি-সোমের মতো মঙ্গলেও ভিজল কলকাতা। উধাও হাঁসফাঁস করা গরম। তবে  বুধবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা।

  

নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে দিনের বিভিন্ন সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি হল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি।  দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। মুর্শিদাবাদ, পূর্ব-পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনায় ঝড় বৃষ্টি হয় বিক্ষিপ্ত হবে। 

বুধ-বৃহস্পতি থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের ৫ জেলায় শনিবার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড়-বৃষ্টি বেশি হবে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  

https://city.imd.gov.in/ - এর থেকে পাওয়া সূত্রানুসারে : 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
22-Mar 21.0 32.0
Rain or Thundershowers with strong gusty winds
23-Mar 22.0 33.0
Generally cloudy sky with Light rain
24-Mar 22.0 33.0
Partly cloudy sky
25-Mar 23.0 34.0
Mainly Clear sky
26-Mar 22.0 34.0
Generally cloudy sky with Light rain
27-Mar 22.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
28-Mar 22.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm