কলকাতা: রাজ্যের আকাশে দুর্যোগের মেঘ (Weather Update)। মঙ্গলবার বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বেশি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।  

আবহাওয়ার আপডেট: আরব সাগরের নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। কোঙ্কান উপকূল এলাকায় এটি অবস্থান করছে। উত্তরমুখী হয়ে এটি আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে ২৭ মে মঙ্গলবার। মধ্য বঙ্গোপসাগর ও উত্তর বঙ্গোপসাগরের সংযোগস্থলে এই নিম্নচাপ তৈরি প্রবল সম্ভাবনা। এদিকে কেরলের মূল ভূখণ্ডে পা রাখল বর্ষা। এর আগে ২০০৯ সালে নির্ধারিত সময়ের আগে কেরলে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গে বর্ষা কবে? তার অপেক্ষায় রাজ্যবাসী। 

আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া

সূত্র: IMD 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
25-May 26.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
26-May 26.0 34.0
Generally cloudy sky with Light rain
27-May 26.0 34.0
Generally cloudy sky with Light rain
28-May 25.0 32.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
29-May 25.0 31.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
30-May 25.0 30.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

দক্ষিণবঙ্গের আবহাওয়া: দক্ষিণবঙ্গে আজও রয়েছে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। একইসঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কলকাতা সহ সব জেলাতেই। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলেই অনুমান। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। নিিম্নচাপের জেরে বুধবার থেকে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আগামী বুধবার, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টি বিভিন্ন জেলাতে। বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ সব জেলাতেই বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কতা সোমবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। রবি ও সোমবার উত্তরবঙ্গের আট জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি। উত্তরবঙ্গে ও বৃষ্টি বাড়বে বুধবার থেকে। ফের ভারী বৃষ্টির সম্ভাবনা পরের বুধবার থেকে শুক্রবার। বুধবার থেকে শুক্রবারের মধ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে মূলত পাঁচ জেলায়। যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা জেলা।