বঙ্গজুড়ে উৎসবের মরসুম শুরু । প্রতিবছরই দুর্গাপুজোর আগে যে প্রশ্নটা সবার আগে মাথায় আসে, তা হল পুজোয় কি বৃষ্টি হবে ? আবহাওয়া দফতরের সঙ্কেত বলছে, বৃষ্টি থেকে পুরোপুরি রেহাই পাচ্ছে না বঙ্গ, অন্তত এখনই।  উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলায়   মহালয়ার দিন থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে।  অন্যদিকে দক্ষিণবঙ্গের জন্য বিশেষে বার্তা দিয়েছে আবহাওয়া দফতর।  বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়।


দক্ষিণবঙ্গও ভিজতে পারে দেবীপক্ষের গোড়ায়য ৭ জেলার জন্য রয়েছে বিশেষ সতর্কবার্তা। আগামী ৪৮ ঘণ্টায় বেশি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে - 



  • দুই ২৪ পরগনা

  • মুর্শিদাবাদ 

  • নদিয়ায়

    বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের ৩ জেলায় । 

  • দার্জিলিং

  • জলপাইগুড়ি

  • কালিম্পং 


দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে কোন জেলার দু এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মহালয়ার দিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই। তবে স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে  দু-এক জায়গায়।  দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টোবর মাসের মাঝামাঝি। ১৬ অক্টোবরের পর থেকেই একটু একটু করে বাতাসে জলীয় বাষ্পের পরিমান কমবে। অক্টোবরের শেষ দিকে কিছুটা শুষ্ক হবে আবহাওয়া। অর্থাৎ জানান দেবে শীতের আগমনী। 


আবহাওয়া দফতর জানাচ্ছে, মঙ্গলবার পর্যন্ত ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে। বুধবার মহালয়া থেকে বৃষ্টির পরিমাণ ফের কিছুটা বাড়তে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। মূলত হালকা বৃষ্টি হবে। দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে দুই এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। 


কলকাতাতেও আংশিক মেঘলা আকাশই থাকবে। মাঝে মাঝে চড়া রোদ উঠতে পারে। জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে। বিক্ষিপ্তভাবে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়তে থাকবে। কলকাতায় সোমবার রাতের তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৬৫ থেকে ৯২ শতাংশ। 


ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুনাচল প্রদেশ, অসম , মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা অর্থাৎ পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।                   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।