কলকাতা : ভারতে প্রবেশ করেছে বর্ষা। আন্দামান নিকোবর হয়ে কেরলের উপর দিয়ে ধীরে ধীরে সারা ভারতে ছড়িয়ে পড়ে বর্ষার প্রভাব। এখন যেভাবে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, তাতে এই সপ্তাহে  বুধবার (১৪ মে) ভারতের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সংবাদমাধ্যমে বহু চর্চিত শক্তি-সাইক্লোনের আগাম বার্তাকে মান্যতা দিচ্ছে না আবহাওয়া দফতর। মৌসম ভবনের আবহবিদদের মনে, এখনই কোনও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে না। সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল এই সাইক্লোনের নাম হবে ‘শক্তি’। তবে আইএমডি-র আবহাওয়ার বুলেটিনে সাইক্লোন‘শক্তির’ উল্লেখ নেই। মৌসম ভবনের মতে, মে-মাসে সাইক্লোনের ইতিহাস থাকলেও, এখনই কোনও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। 

মঙ্গলবার ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু মঙ্গলবার দক্ষিণ বঙ্গোপসাগরের কিছু অংশ, দক্ষিণ আন্দামান সাগর, নিকোবর দ্বীপপুঞ্জ এবং উত্তর আন্দামান সাগরের কিছু অঞ্চলে প্রবেশ করেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ১৬ এবং ১৭ মে দক্ষিণ আরব সাগরের কিছু অংশ, মলদ্বীপ এবং কোমোরিন অঞ্চল, বঙ্গোপসাগরের কিছু অংশ ও সমগ্র আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপর দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আরও বেশি করে পড়বে। তাই সময়টা ঝড় বৃষ্টির জন্য বেশ অনুকূল।  আইএমডি  জানিয়েছে এখন যে  সিস্টেমগুলি অবস্থান করছে, তাতে দেশের বেশ কয়েকটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৭ মে পর্যন্ত উত্তর-পূর্ব ভারতে মোটামুটি মাঝারি থেকে ব্যাপক বৃষ্টি হতে পারে। ১৭ মে পর্যন্ত কঙ্কন উপকূল, গোয়া, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম, রায়ালসিমা, তেলেঙ্গানা, অভ্যন্তরীণ কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকাল জুড়ে বিচ্ছিন্ন মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আজও  কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া । বিকেলের দিকে কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হতে পারে । বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও থাকছে দক্ষিণ বঙ্গে। 

দেখে নেওয়া যাক, কলকাতায় আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া সূত্র https://city.imd.gov.in/

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings RH 0830 RH 1730
16-May 28.0 35.0
Thunderstorm with rain
Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) 0 0
17-May 25.0 35.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) 0 0
18-May 25.0 34.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
Thunderstorm accompanied with lightning & gusty winds(30-40kmph) 0 0
19-May 26.0 34.0
Thunderstorm with rain
Thunderstorm accompanied with Lightning 0 0