প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া : শনিবার শেষ দফায় রাজ্যের ৯ লোকসভা কেন্দ্রে ভোট। সপ্তম দফার ভোটের আগে থেকেই জেলা থেকে জেলায় দুর্যোগের ছবি। কোথাও কোথাও এমন জল জমেছে, ভোটকেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়ছেন ভোটকর্মীরা। শনিবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফের একবার, বাজ পড়ে মৃত্যুর খবর মিলল এ রাজ্য থেকে।
শুক্রবার ভোররাতে বাঁকুড়ার বড়জোড়াতে বাজ পড়ে মৃত্যু হল স্বামী এবং স্ত্রীর। ভোর রাতে জমিতে ঢেঁড়স তুলতে গিয়েছিলেন তাঁরা। তখনও বজ্রপাতে মৃত্যু হয় দু'জনের। মৃতদের নাম যথাক্রমে নীরদ সাঁতরা (৬৪) ও তারা রাণী সাঁতরা (৫৭)। শুক্রবার রাত থেকেই বাঁকুড়ার বড়জোড়া থানা এলাকার ঘুটগড়িয়া গ্রামে প্রবল বৃষ্টি শুরু হয়। আর এদিনই ভোর রাতে ক্ষেত থেকে ঢ্যাড়শ তুলতে যান দম্পতি।
স্থানীয় সূত্রে খবর, পেশায় কৃষক নীরদ সাঁতরা নিজস্ব জমিতে ঢেঁড়স চাষ করেছিলেন। এদিন ভোরে বৃষ্টির মধ্যেই তাঁরা স্বামী-স্ত্রী দু'জনে ঢেঁড়স তুলতে গিয়েছিলেন। সেখানেই বজ্রাঘাতে মারা যান তাঁরা। স্থানীয়রা তাঁদের দেহ উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা দু'জনকেই মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে আসেন স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা করে ঘটনার তদন্তের পাশাপাশি মৃতদেহ দু'টি ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। গত ১৭ তারিখ প্রবল বৃষ্টিতে শুধু মালদায় বাজ পড়ে মৃত্যু হয় ১১ জনের। এছাড়াও বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হতেই শুরু হয়েছে বজ্রপাত ও বজ্রপাতে মৃত্যুর ঘটনা।
বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনায় শুরু হয়েছে বৃষ্টিপাত। যার জেরে জল জমেছে সুন্দরবনের একাধিক বুথের সামনে। শুক্রবার সেই সমস্তকে উপেক্ষা করেই ভোটকেন্দ্রে আসেন পুলিশ এবং ভোট কর্মীরা। তবে চিন্তার বিষয়, যদি টানা বৃষ্টি চলতে থাকে তাহলে শনিবার ভোটগ্রহণের ক্ষেত্রে বড়সড় সমস্যায় পড়তে পারে প্রশাসন। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ফাঁকা মাঠে দাঁড়াতে হয় ভোটারদের। সেক্ষেত্রে ভোটগ্রহনের প্রক্রিয়ায় এই বৃষ্টি শত্রু হবে কিনা সেটাই এখন চিন্তা।
এদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভোটগণনার দিনও। আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বইতে পারে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বীরভূম, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চারদিন। পুরুলিয়া এবং পশ্চিম মেদিনীপুরে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে।
আরও পড়ুন: West Bengal Monsoon Update: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?