ঝিলম করঞ্জাই, কলকাতা: প্রবল গরমে পুড়েছে বাংলা (West Bengal Monsoon)। এখন উত্তর ভারতের দিল্লি ও লাগোয়া এলাকায় হাফ সেঞ্চুরি পেরিয়েছে পারদ। এই ভয়ঙ্কর গরমে অবশেষে শান্তির খবর। দেশে ঢুকে পড়েছে বর্ষা। আর সেটাও নির্ধারিত সময়ের অনেক আগেই। শুধু কেরলই নয়, উত্তর-পূর্ব ভারতেও সাত দিন আগে ঢুকে গেল বর্ষা। সাধারণত দক্ষিণে বর্ষা ঢোকার বেশ কিছুদিন পরে বাংলায় বর্ষা পা রাখে। সেই সময়টা অনেক আবহাওয়াজনিত কারণে আবার পিছিয়ে যায়। কিন্তু ভারতের মৌসম ভবন বাংলার জন্যও সুখবর শুনিয়েছে। মৌসম ভবনের অনুমান আগামী তিন-চার দিনেই বাংলায়- উত্তরবঙ্গে ঢুকে পড়বে বর্ষা। এর আগে আন্দামানে তিন দিন আগে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (South West Monsoon)। এবার দেশজুড়ে আগাম বর্ষা (Rain Forecast in West Bengal) পদধ্বনি।
ভারতে আগাম বর্ষা:
নির্ধারিত সময়ের দুদিন আগে কেরলে ঢুকলো বর্ষা।
একই সঙ্গে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ৭ দিন আগে ঢুকে গেল বর্ষা।
ভারতের মৌসম ভবনের অনুমান আগামী তিন চার দিনে বাংলার উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা।
এর আগে আন্দামানে তিন দিন আগে ঢুকেছিল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা:
আবহাওয়া দফতর জানিয়েছে উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত একটি সাইক্লোন পরিস্থিতি তৈরি হচ্ছে। এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরের পাঁচটা জেলার ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
এরই মধ্যে আগামী শনিবার দেশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের শেষ দফা। সেদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফল প্রকাশের দিনেও বৃষ্টি হতে পারে। জুন মাসের প্রথম দিকে বাংলার একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
IMD Kolkata- X হ্যান্ডেলে জানিয়েছে, এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সাব-হিমালয়ান এলাকা ও সিকিমে আগামী ২-৩ দিনে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও এগোতে পারবে। উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তা দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার এবং বাংলার সাব-হিমালয়ান এলাকা ও সিকিমের উপর প্রসারিত। এর ফলেই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। IMD Kolkata অনুযায়ী, ৩০মে থেকে ৩ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: দিনমজুরের সন্তান! কোচিং ছাড়াই UPSC পাশ রাজস্থানের হেমন্তের