কলকাতা: পুজোর আগে চিন্তা বাড়িয়ে দিচ্ছে বৃষ্টির প্রাবল্য। নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জেরে বাংলার আকাশে ফের দুর্যোগের মেঘ। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বলা হয়েছে, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি হারিয়েছে। তবে এর প্রভাবে দক্ষিণ ছত্তিশগড়ে তৈরি হয়েছে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত। একটি অক্ষরেখা রয়েছে উত্তর কঙ্কন থেকে দক্ষিণ বাংলাদেশ পর্যন্ত যেটি এই ছত্রিশগড়ের ঘূর্ণাবর্তের ওপর দিয়ে গেছে। 


এর ফলে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা সহ বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতিভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়াও আজ ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। 


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ চরম বৃষ্টির সতর্কতা দার্জিলিঙে। ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতে। 


বৃহস্পতিবারের পর শুক্রবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলাতে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। 


হাওয়া অফিসের তরফে বলা হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার ওপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা। বজ্রপাতের আশঙ্কা থাকায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।


দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে। গতকাল রাজস্থান এবং গুজরাটের (কচ্ছের) কিছু এলাকায় মৌসুমী বায়ু বিদায় নিয়েছে।  নির্ধারিত সময় থেকে ছয় দিন পর শুরু হল বর্ষার বিদায় পর্ব।                                                                                           



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে