কলকাতা: রাজ্য়ে আপাতত প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কিছুদিন পরে বৃষ্টিতে ভাসতে পারে উত্তরবঙ্গের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে ১৮ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির (Rain in West Bengal) পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 


কেন বৃষ্টি?
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখন ভূপৃষ্ঠ থেকে ০.৯ কিলোমিটার উপরে ঝাড়খণ্ড থেকে উত্তর অন্ধ্রপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঢুকছে। এই কারণেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। এরপরে উত্তরবঙ্গের (Rain in North Bengal Districts) মধ্য দিয়ে নিম্নচাপ অক্ষরেখা যাবে, সেখানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে। তার জন্য উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে।


দিনের তাপমাত্রা কমবে:
এই কারণেই দিনের তাপমাত্রা কমে যাবে। যদিও রাতে তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আরও বাড়ছে বলে অস্বস্তিও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।


মেঘলা আকাশ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে। মঙ্গলবার বাড়বে বৃষ্টি ও ঝড়ের গতিবেগ। শিলা বৃষ্টি-সহ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।


আগামী ৪৮ ঘণ্টায় সাত জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মূলত মেঘলা আকাশ, দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও বৃষ্টির প্রভাবে সামান্য কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। আরও একটু কমার সম্ভাবনা রয়েছে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায়। 


ঝড়ের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের (Rain in Sout Bengal) সাত জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। হুগলি, হাওড়া ও কলকাতাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে; তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: চার মাস বয়সেই ২৪০ কোটির মালিক, নাতিকে উপহার নারায়ণ মূর্তির