কলকাতা: দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস (Weather Update)। বৃষ্টির সঙ্গে সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ে হাওয়া বইতে পারে। দক্ষিণে জারি হলুদ সতর্কতা। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া: সোমবার ও মঙ্গলবারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। এরপরেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। তবে তার প্রভাব অনেকটা কমবে। আগামী কয়েকদিনের তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। ঝড় বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে। আবার রোদ উঠলে তাপমাত্রা বাড়বে।

আগামী কয়েকদিনের কলকাতার আবহাওয়া: 

সূত্র: IMD

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
13-Apr 25.0 34.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
14-Apr 24.0 34.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
15-Apr 25.0 34.0
Thunderstorm with rain
16-Apr 26.0 34.0
Partly cloudy sky with possibility of development of thunder lightning
17-Apr 24.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
18-Apr 25.0 34.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
19-Apr 26.0 34.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
  • ৪.০৪.২৫: পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে। 
  • ১৫.০৪.২৫: ১ বৈশাখে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। 
  • ১৬.০৪.২৫: পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, , পশ্চিম মেদিনীপুর জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
  • ১৭.০৪.২৫: দক্ষিণবঙ্গের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

উত্তরবঙ্গের আবহাওয়া: সোমবার ও মঙ্গলবারে বৃষ্টির পরিমাণ ও ঝড়ের প্রভাব কিছুটা কমবে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি ওপরের দিকের পার্বত্য এলাকায় চলবে বুধবার পর্যন্ত।

  • ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।