সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর-পশ্চিম  বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘুর্নাবর্ত নিম্নচাপ (Weather Update) রুপে অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত (Cyclone) তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে। ফলে জোড়া ঘূর্ণাবর্তের খাঁড়া ঝুলছে। এদিকে ২০২৪ এর লোকসভা ভোটের আগে এবারই তৃণমূলের শেষ ২১ জুলাই সমাবেশ। তাছাড়া পঞ্চায়েত ভোটে সবুজ ঝড়ের পর প্রথম বড় জনসভা। তাই বাংলার লক্ষ লক্ষ মানুষের নজর থাকবে এই সমাবেশের দিকে । আর ২১ জুলাই সমাবেশ মানেই বৃষ্টি, এমন একটা সমাপতন তো ঘটেই থাকে। তাহলে কি এবছর ২১ জুলাইও বৃষ্টি হবে  ?

২১ জুলাই বৃষ্টি হবে ?
আবহাওয়া দফতর বলছে, একুশে জুলাই বৃষ্টি বাড়তে পারে রাজ্যে। উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা বাড়বে। দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে উপরের দিকের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে শুক্রবার, একুশে জুলাই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা কলকাতা হাওড়া ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বৃষ্টির পরিমাণ একটু বেশি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।


দক্ষিণবঙ্গে কেমন আবহাওয়া ?


বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। একদিকে আর্দ্রতাজনিত অস্বস্তি অন্যদিকে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি। আগামী ২৪ ঘন্টা পর বৃষ্টি কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তি হবে। আপাতত তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না।


উত্তরবঙ্গে আবহাওয়া কেমন ?


উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। ওপরের পাঁচ জেলাতে হালকা মাঝারি বৃষ্টি চলবে। ২৪ ঘন্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বৃষ্টি বাড়তে পারে শুক্রবার একুশে জুলাই থেকে। আপাতত তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না।


কলকাতায় কেমন আবহাওয়া?


আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের এক ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ। 


আরও পড়ুন


মাথা যন্ত্রণায় জেরবার? ঘরোয়া উপায়ে নিরাময় পাবেন কীভাবে?  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial