গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: বুধবার রাতে কয়েক মিনিটের প্রবল ঝড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হল সুন্দরবনের মথুরাপুর-২ ও কাকদ্বীপ ব্লকের বেশ কয়েকটি গ্রাম। এই দুটি ব্লকের কয়েক’শ বাড়ির ছাউনি পুরোপুরি উড়ে গিয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, গাছের ডাল। ভেঙেছে বিদ্যুতের খুঁটি।  ছাউনি ছাপা পড়ে মৃত্যু হয়েছে গরু ও ছাগলের। 


আজ ক্ষতিগ্রস্থ গ্রামে পৌঁছেছেন বিডিও অফিসের কর্মী, বিধায়ক ও পঞ্চায়েত সমিতির সভাপতিরা। বাড়ির ছাউনি উড়ে যাওয়ায় নিরাশ্রয় হয়ে পড়েছে অসংখ্য পরিবার। খাবারের আকাল দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ক্ষতিগ্রস্থ বাড়িগুলি মেরামতির ব্যবস্থা করা হচ্ছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে বিস্তৃর্ণ এলাকা। 


প্রথম ঘটনাটি ঘটে মথুরাপুর-২ নং ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মহব্বতনগর এলাকায়। রাত দশটা নাগাদ হঠাৎ করে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয়। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় পুরো এলাকা। আজ বেলায় রায়দিঘির বিধায়ক অলোক জদলদাতা দুর্গতদের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। 


অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি ঘটে কাকদ্বীপের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের হা লিশহর গ্রামে। মূলত মৎস্যজীবীদের গ্রাম। রাতে কয়েক মিনিটের ঝড়ে বাড়িঘর ভেঙে তছনছ হয়ে যায়। গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এলাকায় পৌঁছন কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদনমোহন হালদার।


আরও পড়ুন, হঠাৎ আকাশ থেকে ছুটে এল গোলাকার চাকতি! মাটি ফুটো করে ঢুকে গেল পাতালে!


বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কাকদ্বীপ, ডায়মন্ডহারবার ও জয়নগরের কিছু অংশে কালবৈশাখীর ঝড়ে কিছু লাইন breakdown হয়, নন্দীগ্রামে একটি transformer সহ পোল পড়ে যায় । সব মিলিয়ে এই চার জেলায় প্রায় ১০০টি পোল পড়ে যাওয়ার খবর এসেছে। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের তত্ত্বাবধানে সারারাত কাজ করেছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অধিকাংশ জায়গাতেই আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা আবার চালু করা গেছে। মাননীয় মন্ত্রী প্রতি ঘন্টায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন।


এদিকে, আলিপুর আবহাওয়া দফতর থেকে জানান হয়েছে, শনিবার থেকে উপকূলবর্তী জেলায় বৃষ্টি শুরু হবে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে পারদ কিছুটা নেমে গরম কিছুটা সহনীয় হবে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে