সঞ্চয়ন মিত্র, কলকাতা : পুজোর আগে স্বস্তির খবর। শনিবার রাজ্যে হাওয়া বদল ( Weather Update ) হবে। আজ বাংলাদেশ ( Bangladesh ) লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। কলকাতায় ( Kolkata Weather ) বজ্রবিদ্যুৎ ( Thunderstorm ) সহ হালকা বৃষ্টি হতে পারে। বর্তমানে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় অবস্থান করছে নিম্নচাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশের দিকে যাবে সেটি। আগামী ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ বজায় থাকবে। বেলার দিকে আবহাওয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা। ভাল খবর হল, সূর্যের দেখা মিলতে পারে। বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কমবে। শনিবার থেকেই আবহাওয়া ভাল হওয়ার সম্ভাবনা।
উত্তরবঙ্গে শুক্রবারও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। সোমবারের পর আবহাওয়ার আরও উন্নতি হবে বলে মত আবহবিদদের।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দিনভর। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন কলকাতাতেও। ফলে পুজোর আগে একটা ঝকঝকে উইকএন্ড পেতে চলেছে বঙ্গবাসী।
কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৫ শতাংশ, বৃষ্টি হয়েছে ০.৮ মিলিমিটার।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? কী জানাচ্ছে আইএমডি-র ওয়েবসাইট ?
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
06-Oct | 27.0 | 32.0 | Generally cloudy sky with one or two spells of rain or thundershowers | |
07-Oct | 27.0 | 32.0 | Generally cloudy sky with Light rain | |
08-Oct | 27.0 | 33.0 | Generally cloudy sky with Light rain | |
09-Oct | 27.0 | 33.0 | Partly cloudy sky | |
10-Oct | 27.0 | 33.0 | Partly cloudy sky | |
11-Oct | 27.0 | 33.0 | Partly cloudy sky | |
12-Oct | 27.0 | 33.0 | Partly cloudy sky |