কলকাতা : আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গে কমতে শুরু করেছে বৃষ্টি। বাড়তে শুরু করল দিন ও রাতের তাপমাত্রা। শুক্রবার এক দিনে ৪ ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। দোসর অস্বাভাবিক আপেক্ষিক আর্দ্রতা। শনিবারও দিনভর ঘেমেনেয়ে নাকাল হবেন দক্ষিণবঙ্গবাসী।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। তাপমাত্রার সঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও অল্প বৃষ্টি হলেও পিছু ছাড়বে না অস্বস্তি।
উত্তরবঙ্গের আবহাওয়া
দক্ষিণের আগে উত্তরবঙ্গেই প্রবেশ করেছিল বর্ষা। আরও ৭২ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের তিন জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে আবহাওয়া দফতরের তরফে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিং, কালিম্পং, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে ১০০ মিলিমিটার পর্যন্ত ।
আবহাওয়া দফতরের বিশেষ সতর্কতা
প্রবল বৃষ্টির জন্য উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং ও কালিম্পং এর বেশ কিছু এলাকায় ল্যান্ড স্লাইড বা ভূমিধসের আশঙ্কা রয়েছে। জলস্তর বাড়বে তিস্তা, তোর্সা, জলঢাকার মতো উত্তরবঙ্গের নদীগুলিতে। প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে যেতে পারে পার্বত্য এলাকায়। উত্তরবঙ্গের নিচু এলাকা প্লাবিত হতে পারে। নিচু এলাকার শস্য ও সবজি চাষের ক্ষতি হতে পারে।
কলকাতার আবহাওয়ার পূর্বাভাস
কলকাতায় শনিবার সকালে মেঘলা আকাশ। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। শনিবার থেকেই ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে, বাড়বে তাপমাত্রা। জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
দিনের তাপমাত্রা ৩০ দশমিক ৭ থেকে প্রায় ৪ ডিগ্রি বেড়ে ৩৪ দশমিক ১ ডিগ্রি। রাতের তাপমাত্রা ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্প ৯৪ শতাংশ। গত ২৪ ঘন্টায় আলিপুর মাত্র ৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি পেয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, পূর্ব-পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে। অক্ষরেখা বঙ্গোপসাগর থেকে ক্রমশ উপরের দিকে উঠে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির দিকে এগোচ্ছে। শনিবার এই রেখা সম্পূর্ণ সরে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে।
একনজরে দেখে নেওয়া যাক আগামী কয়েকদিন কলকাতায় কেমন থাকবে তাপমাত্রা।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
01-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
02-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
03-Jul | 29.0 | 35.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
04-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
05-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
06-Jul | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | |
07-Jul | 28.0 | 32.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm |