অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: সরস্বতী পুজোয় কেমন থাকতে পারে আবহাওয়া? শীতের ছোঁয়া কি থাকবে বাগদেবীর আরাধনার দিনে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সরস্বতী পুজোয় উষ্ণতার ছোঁয়াই থাকবে। শুধু তাই নয়, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সামান্য শীতের আমেজ ফিরলেও ফেব্রুয়ারির মাঝামাঝি শীতের বাংলা থেকে বিদায় বলে অনুমান আবহাওয়াবিদদের।
এর মধ্যে রাতের তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কলকাতায় ২১ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা। কার্যত যেন শীতের বিদায় পর্ব। এর পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের মোট ১২ জেলায়। দৃশ্যমানতা ৫০ মিটার নেমে আসবে। কাল উত্তরবঙ্গে ঘন কুয়াশা। হালকা থেকে মাঝারি কুয়াশা হবে দক্ষিণবঙ্গের জেলাতে। মৌসম ভবনের তরফে বলা হয়েছে, অসম এবং হরিয়ানাতে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা। একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জোড়া পশ্চিমী ঝঞ্ঝার দাপট। ১ ও ৩ ফেব্রুয়ারি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে। এছাড়াও জেড স্ট্রীম উইন্ড রয়েছে উত্তর ভারতে।
দক্ষিণবঙ্গে আগামী চার পাঁচ দিন স্বাভাবিকের ওপরেই থাকবে তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রার পর এবার বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শেষে সামান্য নামতে পারে তাপমাত্রা।
আজ ঘন কুয়াশার সতর্কতা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা ধোঁয়াশা ও কুয়াশা থাকতে পারে। আগামীকাল এবং পরশু দুদিন হালকা থেকে মাঝারি কুয়াশা দক্ষিণবঙ্গের সব জেলাতে। আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের দার্জিলিং সহ ছয় জেলাতে কুয়াশার দাপট। কুয়াশা-র সম্ভাবনা বেশি দার্জিলিং সহ উত্তরবঙ্গের ছয় জেলায়। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে ৫০ মিটারে। বেশিরভাগ জেলাতেই স্বাভাবিকের ওপরে উঠবে পারদ। সোমবার পর্যন্ত একই রকম থাকবে তাপমাত্রা খুব একটা বড়সড় পরিবর্তন নেই। তারপর দু-তিন দিন সামান্য নামবে তাপমাত্রা। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই শীতের বিদায়।
কলকাতার সকালে বিক্ষিপ্তভাবে মাঝারি কুয়াশা। সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বাড়ল। ২১ ডিগ্রি সেলসিয়াস ছুঁল কলকাতার তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় যা ছয় ডিগ্রি সেলসিয়াস এর বেশি উপরে। সকালে কুয়াশার পরিমাণ একটু বেশি। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ; কখনও পরিষ্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে