কলকাতা : বুধবার ষষ্ঠী। আকাশের দিকে তাকিয়ে বাঙালি। ঠাকুর দেখা শুরু হয়ে গেলেও, আনুষ্ঠানিকভাবে পুজো শুরু এদিনই। তাই সকলেরই প্রশ্ন,ষষ্ঠীতেও কি ভিজবে বাংলা ? পুজোর শুরুতেও কি অসুর হয়ে দাঁড়াবে বৃষ্টি ? কী জানাচ্ছে আবহাওয়া দফতর ? গোটা পুজোর সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অন্য়দিকে, উত্তরবঙ্গের শুধুমাত্র পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
১০ অক্টোবর সপ্তমী। এদিন পর্যন্ত সব জেলার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি। বাজ পড়া থেকে সাবধানে থাকতে হবে। তবে ভারী বৃষ্টিতে জল জমে যাওয়ার মতো পরিস্থিতি হবে না। সপ্তমীতে কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩°C এবং ২৬°C এ কাছাকাছি থাকতে পারে।
১১ অক্টোবর মহাঅষ্টমী ও মহানবমী তিথির সমাপতন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু জায়গায় হালকা বৃষ্টি থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতায় অষ্টমী - নবমী তিথিতে আংশিক মেঘলা আকাশ থাকবে। কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সর্বাধিক এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩°C এবং ২৫°C এর কাছাকাছি থাকবে।
দশমীতে কলকাতায় আংশিক মেঘলা আকাশ সহ খুব হালকা বৃষ্টি হতে পারে কিছু এলাকায়। তাপমাত্রায় তেমন পরিবর্তন নেই। দশমীতে সব জেলার এক বা দুই জায়গায় হালকা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।
আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
Source : https://city.imd.gov.in/
7 Day's Forecast/Warnings | ||||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | RH 0830 | RH 1730 | ||
09-Oct | 26.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | No warning | NA | NA | ||
10-Oct | 26.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | No warning | NA | NA | ||
11-Oct | 26.0 | 33.0 | Generally cloudy sky with Light rain | No warning | NA | NA | ||
12-Oct | 27.0 | 33.0 | Generally cloudy sky with Light rain | No warning | NA | NA | ||
13-Oct | 26.0 | 34.0 | Partly cloudy sky with possibility of rain or Thunderstorm | No warning | NA | NA | ||
14-Oct | 25.0 | 34.0 | Partly cloudy sky | No warning | NA | NA |
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে