কলকাতা : বৈশাখী গরম থেকে সামান্য স্বস্তি দিয়েছে কালবৈশাখী । কয়েকদিন তাপমাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। এরই মধ্যে অসময়ে তুষারপাত বঙ্গে !মে মাসের প্রথম দিনই তুষারশুভ্র দার্জিলিং জেলার সান্দাকফু  ৷ সাদা আস্তরণে ঢাকল পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন।

অকাল তুষারপাত ?

স্থানীয় ও পর্যটকদের মতে, মে মাসে সান্দাকফুতে তুষারপাত সত্যিই  বিরল। এমন সময়ে বৃষ্টি হলেও তুষারপাত হয় না। বৃহস্পতিবার সকাল থেকেই তুষারে ঢাকে সান্দাকফু। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী তিন-চার দিন ধরে এমন  তুষারপাত চলতে পারে। পাশাপাশি হবে বিক্ষিপ্ত বৃষ্টি। 

পাহাড়ে আবহাওয়ার পূর্বাভাস

গরমের ছুটিতে যাঁরা  দার্জিলিং যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁরা একবার সান্দাকফুতে ঢুঁ মেরে আসতেই পারেন, কে বলতে পারে, পেয়েও যেতে পারেন তুষারপাত।  মে মাসের প্রথমে তুষারপাতে  পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে দার্জিলিংয়ের সান্দাকফু।

 শুক্রবারের আবহাওয়ার পূর্বাভাস

অন্যদিকে আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় বজ্রপাত হতে পারে। তাই সতর্ক থাকতে বলছে আবহাওয়া দফতর। সেই সঙ্গে   বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

 শনিবারের আবহাওয়ার পূর্বাভাস

আগামীকাল শনিবার, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৪০-৫০ কিমি প্রতি ঘন্টা) সহ বৃষ্টি হবে। সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতা । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি প্রতি ঘন্টা) বইবে।  হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।         

 রবিবারের আবহাওয়ার পূর্বাভাস

রবিবার দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার এক বা দুটি জায়গায় ঝোড়ো হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা)বইবে। সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।    

তাপমাত্রার হেরফের 

বৃহস্পতিবার ঝড়বৃষ্টির ফলে শহরের তাপমাত্রা এক ধাক্কায় বেশ কিছুটা কমে যায় । শুক্রবার সকালেতাপমাত্রা নেমে  সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রিতে নেমে যায়। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৪.৮ ডিগ্রি কম। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি কম।