কলকাতা: উত্তরবঙ্গের (North Bengal) থেকে দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মোটামুটি সারাবছরই তাপমাত্রা একটু বেশি থাকে। পশ্চিমবঙ্গকে (West Bengal) যদি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে ভাগ করা যায়, তাহলে রাজ্যের দক্ষিণের ১৫টি জেলা পড়ে দক্ষিণবঙ্গের আওতায়। দক্ষিণবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান।       

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গ শীতের পথে কার্যত কাঁটা হয়ে উঠেছে ঘূর্ণিঝড়। শীতের আমেজ থমকে গিয়েছে। বাড়বে রাতের তাপমাত্রা । সকাল-সন্ধ্যায় শীতের হালকা আমেজ থাকবে। তবে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন দক্ষিণবঙ্গের উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে। বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা বেশ কিছু জেলাতে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার, বৃষ্টি হওয়ার সম্ভাবনা কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায়।                                                            

কোন জেলায় কেমন আবহাওয়া? 

জেলা   তাপমাত্রা, আর্দ্রতা
উত্তর ২৪ পরগনা ২৬ ডিগ্রি, ৬৩% আর্দ্রতা
দক্ষিণ ২৪ পরগনা ২৬ ডিগ্রি, ৬৮% আর্দ্রতা
পূর্ব মেদিনীপুর ২৬ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
হাওড়া ২৬ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
কলকাতা ২৭ ডিগ্রি, ৫২% আর্দ্রতা
হুগলি ২৭ ডিগ্রি, ৫৬% আর্দ্রতা
পুরুলিয়া ২৩ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
ঝাড়গ্রাম ২৫ ডিগ্রি, ৬১% আর্দ্রতা
পশ্চিম মেদিনীপুর ২৬ ডিগ্রি, ৬৪% আর্দ্রতা
বাঁকুড়া  ২৪ ডিগ্রি, ৬৭% আর্দ্রতা
পশ্চিম বর্ধমান ২৫ ডিগ্রি, ৬৫% আর্দ্রতা
পূর্ব বর্ধমান ২৪ ডিগ্রি, ৬৯% আর্দ্রতা
বীরভূম ২৪ ডিগ্রি, ৬8% আর্দ্রতা
মুর্শিদাবাদ ২৬ ডিগ্রি, ৬২% আর্দ্রতা
নদিয়া ২৬ ডিগ্রি, ৬১% আর্দ্রতা

 

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহান্তে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির পূর্বাভাস। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে।                                                                                

আরও পড়ুন, অফিসে পদোন্নতি পেতে চান? অবশ্যই খেয়াল রাখুন এই বাস্তু-বিষয়গুলি

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে