বিদায় ২০২৪। আজ থেকে পথ চলা শুরু পঁচিশের। বাঁধভাঙা উচ্ছ্বাসের মধ্যে দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে শহরবাসী। উৎসবের আনন্দে বাড়তি উৎসাহ জুগিয়েছে উত্তুরে হাওয়া ও শীতের আমেজ। জানুয়ারির শুরুতেই প্রত্যাশা অনুসারেই শুরু হল শীতের নতুন ইনিংস। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কয়েকদিন টানা চলবে পারদপতন।
পয়লা জানুয়ারি এক ধাক্কায় ৩ ডিগ্রি নামল পারদ। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৩ ডিগ্রি। আজ সেটা কমে হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। যদিও এই সময়ে এটা স্বাভাবিক। গত বছরের শেষ দিকে একটানা বেশ কিছুদিন স্বাভাবিকের ওপরে ঘোরাফেরা করছিল তাপমাত্রা। এবার নতুন বছরের প্রথম দিনই পারদ-পতনে স্বস্তি পেল শহরবাসী।
এক নজরে দেখে নেওয়া যাক, কেমন থাকবে আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা, কী বলছে আইএমডি?
source : https://city.imd.gov.in/
7 Day's Forecast/Warnings | ||||||
Date | Min Temp | Max Temp | Forecast | Warnings | ||
01-Jan | 14.0 | 24.0 | Mainly Clear sky | No warning | ||
02-Jan | 14.0 | 24.0 | Mainly Clear sky | No warning | ||
03-Jan | 15.0 | 25.0 | Mainly Clear sky | No warning | ||
04-Jan | 15.0 | 25.0 | Mainly Clear sky | No warning | ||
05-Jan | 16.0 | 26.0 | Mainly Clear sky | No warning | ||
06-Jan | 16.0 | 26.0 | Mainly Clear sky | No warning |