সৌমিত্র রায়, কলকাতা :  মকর সংক্রান্তির পর ফের কমল কলকাতার তাপমাত্রা।  হালকা কুয়াশার মধ্যে ঘুম ভাঙল শহরের ।  ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামল সর্বনিম্ন তাপমাত্রা। ফের একটু হলেও ফিরল শীতের আমেজ। তবে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন ১৪-১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরেই থাকবে পারদ। 

কলকাতার তাপমাত্রা 

বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৮ ডিগ্রি। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৬ থেকে ৯৫ শতাংশ।

উত্তরবঙ্গের আবহাওয়া 

আবহাওয়া দফতরের পূর্বাভাস,এই মুহূর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কুয়াশার সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গে। ৫ জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গেও থাকবে কুয়াশা । কলকাতা সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে ভোরের দিকে। তবে আগামী চার-পাঁচ দিন তাপমাত্রার বড়সড় পরিবর্তন হবে না । আপাতত বৃষ্টির কোন সম্ভাবনা নেই। 

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গে হালকা কুয়াশা থাকবে প্রায় সব জেলাতে। কুয়াশার সম্ভাবনা বেশি  বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনাও নেই।

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব

আবহাওয়া অফিসের পূর্বাভাস, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার। ১৮ই জানুয়ারির পর থেকে শুরু হবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। পশ্চিমবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ৪-৫ দিন একই রকম থাকবে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝায় উত্তুরে হাওয়ায় বাধা পড়েছে শীতে।  তবে সপ্তাহের শেষে শীতের আমেজ একটু বাড়তে পারে।  

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা ? 
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast/Warnings
Date Min Temp Max Temp Forecast Warnings
16-Jan 13.0 25.0
Mainly Clear sky
No warning
17-Jan 13.0 25.0
Mainly Clear sky
No warning
18-Jan 14.0 25.0
Mainly Clear sky
No warning
19-Jan 15.0 24.0
Mainly Clear sky
No warning
20-Jan 15.0 24.0
Mainly Clear sky
No warning
21-Jan 14.0 24.0
Mainly Clear sky
No warning
22-Jan 14.0 24.0
Mainly Clear sky
No warning

আরও পড়ুন :                                           ঘ

গভীর রাতে সইফ আলি খানের ওপর হামলা, বাড়িতেই আক্রান্ত অভিনেতা