কলকাতা: সামান্য স্বস্তি দিয়েছিল শীতের কামড়! তবে সেই স্বস্তি যে সাময়িক, সেই খবর জানিয়ে দিল আবহাওয়া দফতর। পৌষ সংক্রান্তি ও মাঘের শুরুতে পশ্চিমবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার পূর্বাভাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের থেকে ২ ডিগ্রি মতো কম। জানা যাচ্ছে, আগামীকাল আরও নামতে পারে তাপমাত্রার পারদ। কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ফের নামতে পারে ১১ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে ৭ ডিগ্রিতে নামতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। উত্তরবঙ্গের চার জেলায় আজ ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে।

Continues below advertisement

গত কয়েকদিন তাপমাত্রা সামান্য বাড়লেও, সোমবার ফের নিম্নমুখী তাপমাত্রা। আজ সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমে গেল, কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। আগামী দিন ২-তে, আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। শীতের স্পেল বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে রাজ্যে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বিভিন্ন জেলাতে। কিছু এলাকায় কুয়াশা বেলা পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের চার জেলাতে আরও দু-তিন দিন ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। 

উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ১৫ই জানুয়ারি ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। দক্ষিণ তামিলনাডু উপকূল এলাকা এবং সংলগ্ন গালফ অফ মানারে ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণবঙ্গের দিকে যদি নজর দেওয়া যায়, তাহলে দেখা যাচ্ছে, গত কয়েকদিন তাপমাত্রা উর্ধ্বমুখী হলেও, আজ কিছুটা কমল তাপমাত্রা। আগামীকাল আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা। কলকাতা ও সংলগ্ন এলাকার ক্ষেত্রে ১১ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। পৌষ সংক্রান্তিতে জমিয়ে শীতের স্পেল চলবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে রাজ্যে। তবে ঘন কুয়াশার সতর্কবার্তা নেই। কিছু এলাকায় বেলা পর্যন্ত কুয়াশা থাকবে, পরে পরিষ্কার হবে আকাশ। 

Continues below advertisement

উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা কোন হেরফের নেই আগামী পাঁচ থেকে সাত দিন। একই রকম আবহাওয়া থাকবে। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে। অন্যদিকে, তামিলনাডু, পন্ডিচেরী এবং কড়াইকালে ভারী বৃষ্টির পূর্বাভাস। চরম শৈত্য প্রবাহ হিমাচল প্রদেশ রাজস্থান এবং উত্তরপ্রদেশের কিছু অংশ। শৈত্য প্রবাহের সর্তকতা রাজধানী দিল্লি; পাঞ্জাব চন্ডীগড় হরিয়ানা। সৌরাষ্ট্র এবং কচ্ছে শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে। শৈত্য প্রবাহ হতে পারে উত্তরাখন্ডেও।