সঞ্চয়ন মিত্র, কলকাতা  : শীতের অফিসিয়াল সূচনা হয়ে গেল বাংলায়।  দক্ষিণবঙ্গে খুব সকাল থেকেই হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশও। তবে মিগজাউম পরবর্তী বৃষ্টির প্রভাব কেটে গিয়ে প্রত্যাশা মতোই ঠান্ডার অনুভূতি জেলায় জেলায়। কুয়াশার চাদরে মুড়ি দিয়ে দিন শুরু করল বিহার, ঝাড়খন্ড, ওড়িশা সংলগ্ন জেলাগুলি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, কুয়াশার পরিমাণ বেশি থাকবে, তাই বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। আগামী তিন দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী দু'দিনে দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে।

শনিবার থেকে দ্রুত নামবে তাপমাত্রার পারদ। আগামী সপ্তাহের শেষে  তা অনেকটাই নেমে যেতে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। শনিবার থেকে মঙ্গলবার এর মধ্যে রাতের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি নামতে পারে। অন্যদিকে দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় শুধুমাত্র দার্জিলিং জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। আংশিক মেঘলা আকাশ থাকবে। আগামী তিন চার দিনে উত্তরবঙ্গে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। সিকিমে হালকা শিলাবৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। সামনের সপ্তাহে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। 

শনিবার থেকে পারদ নামছে কলকাতায়। শনিবার আবার ১৯ ডিগ্রির নিচে নামল পারদ। সকালে হালকা কুয়াশা পরে আংশিক মেঘলা আকাশ। উত্তর পশ্চিমের বাতাসে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত। শীতের আমেজ ক্রমশ বাড়বে।

কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। 

আগামী দুদিন বিহারে ঘন কুয়াশার দাপট থাকবে বলে ইঙ্গিত আইএমডির পূর্বাভাসে। ওড়িশা ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সর্তকতা থাকবে।  

আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন, শনিবার থেকেই জাঁকিয়ে শীত দক্ষিণে?

আগামী ৭ দিন কলকাতার আবহাওয়া :
সূত্র : https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
09-Dec 18.0 26.0
Mainly Clear sky
10-Dec 18.0 26.0
Mainly Clear sky
11-Dec 16.0 25.0
Mainly Clear sky
12-Dec 16.0 24.0
Mainly Clear sky
13-Dec 17.0 25.0
Mainly Clear sky
14-Dec 17.0 25.0
Mainly Clear sky

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে