কলকাতা : শীতের ( Winter ) ইনিংস শেষ । ঠান্ডার রেশ নেই বললেই চলে। তবু ভোর হচ্ছে কুয়াশার ( Fog ) চাদর মুড়ে। সকালে আংশিক মেঘলা আকাশ ( Cloudy sky ) থাকলেও পরে আকাশ পরিষ্কারই থাকছে। মঙ্গলবারও তার ব্যতিক্রম হবে না। আগামী চার পাঁচ দিন দিনের বেলা ঝলমলে রোদই থাকবে। রাতের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। সোমবার থেকেই থেকে দিনের তাপমাত্রা সামান্য বেড়েছ । মঙ্গলবার তাপমাত্রা বাড়ল আরও কিছুটা ।
বড় ক্ষতির আশঙ্কা
ফেব্রুয়ারিতেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪-৫ ডিগ্রি বেশি। আবহাওয়াবিদদের আশঙ্কা, তার প্রভাব পড়তে পারে ফসল উৎপাদনে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে উত্তর-পশ্চিম ভারত, গুজরাত, রাজস্থান, গোয়া ও কর্ণাটকের উপকূল এলাকায় তাপমাত্রা ৩৫ থেকে ৩৯ ডিগ্রির আশেপাশে, যা স্বাভাবিকের তুলনায় ৪ থেকে ৯ ডিগ্রি বেশি।
কলকাতায় সকাল হল কুয়াশা ঘিরে। আংশিক মেঘলা আকাশ। রাতে-সকালে মনোরম আবহাওয়া বসন্তের শহরে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় একই থাকার সম্ভাবনা, জানিয়েছে আবহাওয়া দফতর। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে তাপমাত্রা
দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা দিয়েই দিন শুরু হবে। বাংলাদেশ ও উত্তরবঙ্গ সংলগ্ন নদিয়া, মুর্শিদাবাদেও কুয়াশা থাকবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ সকালের দিকে। বেলা বাড়লে পরিষ্কার আকাশের সম্ভাবনা। দক্ষিণবঙ্গে বৃষ্টির কোন সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকলেও দিনের তাপমাত্রা আগামী দু-তিন দিনে সামান্য বাড়বে।
সিকিম সহ সংলগ্ন দার্জিলিং কালিম্পং বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গ দার্জিলিং এবং কালিম্পং এ বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বেশি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামী ৪৮ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়লে পরিষ্কার আকাশ।
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
21-Feb | 21.0 | 32.0 | Mainly Clear sky | |
22-Feb | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
23-Feb | 22.0 | 33.0 | Mainly Clear sky | |
24-Feb | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
25-Feb | 23.0 | 32.0 | Mainly Clear sky | |
26-Feb | 23.0 | 33.0 | Mainly Clear sky | |
27-Feb | 23.0 | 33.0 | Mainly Clear sky |