সঞ্চয়ন মিত্র, কলকাতা : দিল্লিতে কোল্ড ওয়েভের ( Cold Wave ) সতর্কতা জারি থাকলেও বছর শুরুতেও ঠান্ডায় কাঁপল না শহর। আবহাওয়া দফতরের ( Weather Office )  পূর্বাভাস অনুসারেই, নতুন বছরের প্রথম দিন রাতের তাপমাত্রা সামান্য কমলেও, তাতে খুব একটা কিছু হেরফের হল না। বছরের শুরুতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা  ১৬.২। রবিবারের থেকে তাপমাত্রা সামান্য নামলেও সোমবারের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরেই রইল। 

একদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। আরেক দিকে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট। আবহাওয়া দফতর জানাচ্ছে, তার জেরে বেলা গড়ালে শীতের আমেজটুকুও থাকবে না।   

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ভোরে খুব হালকা শীতের আমেজ আবহাওয়ার এমন গতিপ্রকৃতি চলবে আরও ২ দিন। এই ২ দিন কোনও ভাবেই রাতের তাপমাত্রা নামবে না। পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা  ৪ জানুয়ারি থেকে। বুধবার থেকে ফের নিম্নমুখী হবে রাতের তাপমাত্রা। অন্য দিকে দিনের তাপমাত্রা স্বস্তিদায়ক না হওয়ারই কথা। ফলে শীতের আমেজ পেতে নতুন বছরের প্রথম সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অপেক্ষা ছাড়া গতি নেই।   

অন্যদিকে উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে সান্দাকফু-সহ দার্জিলিঙের উঁচু এলাকায় তুষারপাত হতে পারে। দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লিতে কোল্ড ওয়েভের সতর্কতা জারি হয়েছে।       

আগামী ৭ দিনে কলকাতার আবহাওয়া সম্পর্কে কী জানাচ্ছে মৌসম ভবন?  
সূত্র: https://city.imd.gov.in/

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
01-Jan 16.0 25.0
Fog/mist in the morning and mainly clear sky later
02-Jan 16.0 25.0
Fog/mist in the morning and mainly clear sky later
03-Jan 16.0 25.0
Mainly Clear sky
04-Jan 17.0 26.0
Mainly Clear sky
05-Jan 17.0 26.0
Mainly Clear sky
06-Jan 17.0 27.0
Mainly Clear sky


                

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                    

আরও পড়ুন: West Bengal Police Recruitment: রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদে নিয়োগ, পরীক্ষা সূচি ঘোষণা বোর্ডের