কলকাতা : শ্রাবণে বৃষ্টি-বিরতি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি, পূর্বাভাস আবহাওয়া দফতরের। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করবে ৬ই আগস্ট রবিবার। আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখা ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। অপাতত নিম্নচাপ উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থান করছে।
দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা
বৃষ্টির দাপটে গুমোট গরম থেকে রেহাই মিলেছিল কিছুদিন। কিন্তু বৃষ্টি কমতেই বাড়ছে গরম। আগামী ২ দিনে বাড়বে শহরের তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি সেলসিয়াস অবধি। রবিবার পর্যন্ত গরম বাড়বে। আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। সোমবার থেকে ফের কমবে তাপমাত্রা। পরবর্তী দু-তিনদিনে তাপমাত্রা দু তিন ডিগ্রি কমবে।
কোন কোন জেলায় বৃষ্টি
আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবার দু-এক পশলা ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা ও দুই দিনাজপুরে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কোচবিহারে মঙ্গলবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ৯ অগাস্ট থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে।
কলকাতায় কেমন তাপমাত্রা
আগামী ৪৮ ঘন্টায় তাপমাত্রা বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। আংশিক মেঘলা আকাশই থাকবে দিনভর । সেইসঙ্গে ভোগাবে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৭ থেকে ৯০ শতাংশ।
দেশের অন্য কোথায় কেমন আবহাওয়া
প্রবল বৃষ্টির সম্ভাবনা আগামী দু দিনে উত্তর প্রদেশ উত্তরাখণ্ড এবং বিহারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী চার পাঁচ দিন। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, মিজোরাম, মনিপুর এবং ত্রিপুরাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লিতে বৃষ্টি চলবে।