সঞ্চয়ন মিত্র, কলকাতা : দক্ষিণবঙ্গে ( South Bengal Weather ) পরিষ্কার আকাশ। মেঘ কেটে যাওয়ায় দিনের বেলা কিছুটা উষ্ণ। বাতাসে জলীয় বাষ্প ( Humidity ) থাকায় কলকাতা সহ সংলগ্ন এলাকায় কিছুটা অস্বস্তি। সকাল সন্ধ্যে শীতের আমেজ বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে রয়েছে। সপ্তাহের শেষ দিকে ১৫ ডিগ্রিতে পৌঁছবে পারদ, পূর্বাভাস আবহাওয়া দফতরের।
গত সপ্তাহে আবহাওয়া দফতরের পূর্বাভাস বলেছিল, এই সপ্তাহের শুরুতে বৃষ্টি হতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বলছে, তেমন সম্ভাবনা বড় একটা নেই। বরং শীতের আমেজই ধীরে ধীরে ঘিরে ধরবে বাংলাকে। মহানগরেও ঠান্ডার অনুভূতি হবে। আবহাওয়া অফিসের ধারণা, আগামী তিন দিন রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে।
কলকাতায় সোমবার পরিস্কার আকাশই থাকবে। ক্রমশ কমবে রাতের তাপমাত্রা, সামান্য বাড়বে দিনের তাপমাত্রা। সকাল সন্ধেয় শীতের হালকা আমেজ থাকলেও বেলার দিক সামান্য উষ্ণ থাকবে আবহাওয়া। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামান্য অস্বস্তিও হতে পারে। শুক্রবার থেকে পারদ আরও একটু নামবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। কুড়ি ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যেতে পারে বলে পূর্বাভাস।
কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।
উত্তরবঙ্গে শীতের আমেজ স্পষ্ট। আপাতত আকাশ পরিষ্কারই থাকবে। বঙ্গে জেলায় জেলায় শুরু হয়েছে । মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টি হবে বলে অনুমান আবহবিদদের। দার্জিলিং ও কালিম্পং এই দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। শীতের আমেজ ক্রমশ বাড়বে।
এক নজরে আবহাওয়ার হাল হকিকত :
- আগামী কয়েক দিন আকাশ পরিস্কার।
- রাতের তাপমাত্রা কমবে।
- শীতের আমেজ বাড়বে কলকাতায়।
- জেলায় জেলায় শীতের আমেজ একটু বাড়বে।
- মঙ্গলবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা উত্তরবঙ্গের পার্বত্য জেলায়।
আগামী কয়েকদিন কেমন থাকবে তাপমাত্রা :
সূত্র : https://city.imd.gov.in/
7 Day's Forecast Date Min Temp Max Temp Weather 20-Nov 12.0 27.0 Fog mist in the morning and mainly clear sky later 21-Nov 11.0 26.0 Shallow Fog 22-Nov 11.0 25.0 Shallow Fog 23-Nov 10.0 25.0 Moderate Fog 24-Nov 10.0 25.0 Shallow Fog 25-Nov 10.0 24.0 Fog 26-Nov 10.0 24.0 Fog
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। - https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y