সঞ্চয়ন মিত্র, কলকাতা :  চৈত্রের শেষবেলায় আরও বাড়বে দহনজ্বালা। গোটা দেশেই বাড়বে গরম। বাংলায় চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে তাপপ্রবাহের ( Heat Wave ) আশঙ্কা রয়েছে।



কোথায় কোথায় তীব্র হবে তাপপ্রবাহ 

আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার পর্যন্ত বৃৃৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমাঞ্চলের জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৬-৭টি জেলা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। লু বইবারও আশঙ্কা রয়েছে।

আগামী কয়েকদিন ২-৪ ডিগ্রি বেড়ে কলকাতায় ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, আশঙ্কা আবহাওয়া দফতরের। শুক্র-শনিবারে শহরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। উত্তরবঙ্গেও পারদ চড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহবিদরা। 

আরও পড়ুন :

উত্তোরত্তর বাড়বে গরম, কবে ৪০ ডিগ্রি ছোঁবে কলকাতার তাপমাত্রা ?



উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে 

উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা কম। ক্রমশ বাড়বে তাপমাত্রা। আগামী কয়েকদিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের মত পরিস্থিতির আশঙ্কা করছেন আবহবিদরা। তাপমাত্রা ঊর্ধ্বমুখী হলেও পার্বত্য অঞ্চলে আরামদায়ক আবহাওয়াই থাকবে। বৃ্ষ্টির সম্ভাবনাও নেই। তাই যাঁরা পাহাড়ে বেড়াতে যাওয়ার কথা ভাবছেন, তাঁদের মুখে হাসি ফুটবে। 

আগামী ৭ দিন কেমন থাকবে কলকাতার তাপমাত্রা কেমন থাকবে, তা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর -

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
11-Apr 27.0 38.0
Partly cloudy sky
12-Apr 28.0 39.0
Mainly Clear sky
13-Apr 28.0 39.0
Mainly Clear sky
14-Apr 28.0 39.0
Mainly Clear sky
15-Apr 28.0 39.0
Mainly Clear sky
16-Apr 29.0 39.0
Partly cloudy sky
17-Apr 29.0 39.0
Partly cloudy sky

 

এই পরিস্থিতিতে কী কী করবেন? 

চিকিৎসকরা বলছেন, বাইরে এখন প্রচণ্ড গরম। রোদের তেজও মারাত্মক। এই পরিস্থিতিতে যেকোনও সময়ে হিট স্ট্রোক হয়ে যেতে পারে। তাই বেশ কিছু সচেতনতামূলক পদক্ষেপ করতে হবে।  যেমন -                      

  • প্রচুর তরলজাতীয় খাবার খেতে হবে
  • বারবার স্নান করতে হবে
  • হালকা জামাকাপড় পরতে হবে
  • মাথায় জলের ছিটে দিতে হবে
  • এই গরমে বেশি এক্সারসাইজ করবেন না
  • সকাল ১১ থেকে দুপুর ৩ পর্যন্ত বাইরে না বেরনোই ভাল
  • রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে থাকলে বিকেল ৪ পর্যন্ত না বেরনোই ভাল
  • চোখে গাঢ় রঙের চশমা, ঢিলেঢালা পোশাক পরতে হবে
  • খুব গরমে পান্তাভাত খান