সঞ্চয়ন মিত্র, কলকাতা : মেঘলা আকাশ মঙ্গলবার সকাল থেকেই । ঘনিয়ে এল অন্ধকার।  সপ্তাহের প্রথম কাজের দিনেও ভারী বৃষ্টিতে স্নান করেছে  তিলোত্তমা। মঙ্গলেও তেমনই ইঙ্গিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার বৃষ্টি হবে প্রায় সব জেলাতে। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সকাল সাড়ে ৯ টার মধ্যে কলকাতার আকাশে ঘন মেঘের আনাগোনা হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি  হবে কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে। সতর্ক করল আবহাওয়া দফতর। সেই সঙ্গে বইতে পারে হাওয়া। আকাশে দেখা দিতে পারে বিদ্যুতের ঝলক। 

সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ভারী  বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে । বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। বর্ষার শুরুর দিকেই বজ্রপাতে মৃত্যুর খবর মিলেছে পশ্চিমবঙ্গের জেলা থেকে। বজ্রপাত থেকে সতর্ক থাকার কথা বলেছে আবহাওয়া দফতর। 

বুধবার থেকে ফের ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতেও। দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে সমান তালে।  মঙ্গলবার সকালে পূর্বাভাস ,  কলকাতায় এদিন মেঘলা আকাশই থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দিনভর।                                             

 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
27-Jun 26.0 29.0
Generally cloudy sky with a few spells of rain or thundershowers
28-Jun 27.0 30.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
29-Jun 28.0 31.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
30-Jun 29.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
01-Jul 29.0 33.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
02-Jul 28.0 34.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm
03-Jul 28.0 33.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm       



অন্যদিকে নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘুর্ণাবর্ত । ওড়িশা ( Odisha ) ও বাংলা ( West Bengal ) উপকূলের এই নিম্নচাপের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে। এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে ওড়িশার উপর দিয়ে ঝাড়খন্ড পর্যন্ত যাবে আগামী দু দিনে।