সঞ্চয়ন মিত্র, কলকাতা: কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিন বিক্ষিপ্ত বৃষ্টির (Rain) সম্ভাবনা। তবে তার জেরে গরম খুব একটা কমবে না। জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের (North Bengal) কয়েকটি জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) পূর্বাভাস রয়েছে।
শনিবারই কালবৈশাখীর (Kalbaishaki) ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টিতে ভিজেছিল শহর (City)। বিপর্যস্ত শহরের উত্তর থেকে দক্ষিণ। ব্যাহত হয়েছে বিমান ও মেট্রো পরিষেবা। শহরের বিভিন্ন রাস্তায় গাছ পড়ে বিপত্তি হয়েছে। এরইমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও।
গতকালের প্রবল বৃষ্টিতে ভাসল দক্ষিণবঙ্গের একাধিক জেলা। গাছ পড়ে বহু জায়গায় বিপত্তিও ঘটেছে। হুগলি ও পূর্ব বর্ধমানে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। কোথাও ভেঙে পড়েছে মোবাইল ফোনের টাওয়ার, কোথাও আবার বিঘ্ন ঘটেছে ট্রেন চলাচলে। এক ঘণ্টা বন্ধ ছিল হাওড়া-কলকাতা ফেরি চলাচলও।
আরও পড়ুন, DPL-এ বন্ধ ১টি ইউনিট, বিদ্যুত্ পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা দুর্গাপুরে
জেলায় জেলায় ঝড়ের চিত্র
আধ ঘণ্টার বেশি সময় ধরে তুমুল বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড হয়েছে শহরের একাধিক এলাকা। সব মিলিয়ে বিপর্যস্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা। পূর্ব বর্ধমান ও হুগলিতে ঝড়ে গাছ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের। দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টিতে ছিঁড়ে পড়া তারে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মহিষাদল, তমলুকে বিকেলেই তুমুল বৃষ্টি। বহু জায়গায় ঝোড়ো হাওয়ার জেরে রাস্তার ওপর উপড়ে পড়ে গাছ। গাছ উপড়ে পড়ে বিঘ্ন ঘটে রেল পরিষেবাতেও। রেল সূত্রে খবর, হাওড়া ডিভিশনে বেলুড়, ডানকুনি, কামারকুণ্ডু, ভট্টনগরে ওভারহেড লাইনে পাওয়ার অফ হয়ে বিপত্তি ঘটে।
শেওড়াফুলি, ব্যান্ডেল, কামারগাছিতে ওভারহেড তারে গাছ ভেঙে পড়ে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরেও গাছ ভেঙে পড়ে ওভারহেড তারে। হাওড়া ও শিয়ালদায় আটকে পড়ে রাজধানী। তুমুল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিভিন্ন জায়গায় গাছ ভেঙে পড়ার পাশাপাশি, ভেঙে পড়ে মোবাইল ফোনের টাওয়ার।