কলকাতা: চৈত্রের দহনজ্বালার মধ্যেই ফের বৃষ্টির (Rain) চোখরাঙানি আজ। কলকাতা (Kolkata) সহ জেলায় জেলায় আজ মূলত মেঘলা আকাশ থাকবে। সঙ্গে দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। এদিকে আজ রমজান (Ramadan) মাসের শেষে আজ খুশির ইদ (Eid)। উৎসবে মেতেছে গোটা দেশ, বাংলাও।

  


আজ সকাল থেকেই মসজিদে মসজিদে নমাজ পাঠ, শুভেচ্ছা বিনিময় চলছে। মসজিদে ভিড় উপচে পড়ছে। এ রাজ্যেও খুশির ইদ পালিত হচ্ছে। রেড রোডে নমাজ পাঠের অনুষ্ঠানে অংশ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে ইদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ইদের দিনেই রাজ্যজুড়ে ঝড় ও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ একাধিক জেলায়। পারদও নেমেছে বেশ কিছুটা। বেলা বাড়লে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে, তবে প্রবল দাবদাহ থেকে আজ কিছুটা স্বস্তি মিলতে পারে।                                                                  


আরও পড়ুন, বঙ্গ বিজেপির জন্য অমিত শাহের নতুন টার্গেট, লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী


দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় একইরকমের আবহাওয়া থাকবে শুক্রবারও। তবে এরপর আংশিক মেঘলা আকাশ আর গুমোট আবহাওয়াই থাকবে মূলত। শুক্রবার, উত্তরের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি নাও হতে পারে।                                                         


আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস


উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেরই একাধিক জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 


 






যদিও, কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা আগামী ৪৮ ঘন্টায় বাড়বে। গতকাল রাতের তাপমাত্রা ২৫.৯ থেকে কমে ২৪ ডিগ্রি হয়েছিল। আজ তা ফের বেড়ে ২৫ ডিগ্রিতে পৌঁছবে। আজ দিনের তাপমাত্রা ৩০ থেকে বেড়ে হবে ৩৩.৫ ডিগ্রি।