কলকাতা: অবশেষে স্বস্তি আসছে দক্ষিণবঙ্গের। তাপদাহ থেকে মুক্তির সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। একাধিক জেলায় রাতেই বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে বুধবার পর্যন্ত জেলায় জেলায় ঝড়-বৃষ্টি বজ্রপাতের হলুদ সতর্কতা জারি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, প্রায় সব জেলাতেই ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম ও অস্বস্তি থাকলেও বিকেলের পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে গরম বেশি হবে।
উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে হাওয়া।
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে (৭০ থেকে ১১০ মিলিমিটার)। এরই সঙ্গে এই সব জেলায় ৩০ থেকে ৪০ কিমি গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই আবহে এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
আগামী ২৩ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে আপাতত ২০ মে পর্যন্ত সব জেলায় জারি আছে সতর্কতা। আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রায় বড় রকমের হেরফের হবে না।
রবিবার কলকাতা সহ রাজ্যের সিংহভাগ জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে সোমবারও। অর্থাৎ ১৯ মে রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মালদা, দুই দিনাজপুরে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।