সঞ্চয়ন মিত্র, কলকাতা: ভরা পৌষে হঠাৎই গায়েব শীত (Winter)। বড়দিনের  (Christmas) মতো বর্ষবরণেও জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


বাংলাদেশ ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জেরে পুবালী হাওয়ার দাপটে উত্তরে শীতল হাওয়ার প্রভাব কমেছে। দক্ষিণবঙ্গ আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। বেলা বাড়লে পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা আকাশ। সকালে ও সন্ধ্যায় হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতকার্যত উধাও। মঙ্গলবারের পর পারা পতনের সম্ভাবনা। 


কলকাতায় সকাল সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনের বেলায় কার্যত শীত উধাও। আগামী কয়েক দিন এরকম আবহাওয়াই থাকবে। সকালে হালকা মাঝারি কুয়াশা ও ধোঁয়াশা। পরে মূলত পরিষ্কার আকাশ। জানুয়ারির প্রথম সপ্তাহে কলকাতায় ফের পারদ নামার ইঙ্গিত আবহাওয়া দফতরের। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।  


আরও পড়ুন, নতুন বছরে বন্ধ হবে রেশন পরিষেবা? চরম সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা


 
অন্যদিকে, উত্তরবঙ্গে নতুন বছরের শুরুতে বৃষ্টি। পশ্চিমী ঝঞ্ঝা পাস করার সময় রবিবার থেকে বুধবারের মধ্যে আরও এক দফায় হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা সিকিম এবং দার্জিলিংয়ের খুব উঁচু এলাকায়। বাকি উত্তরবঙ্গে শুকনো আবহাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে।                                 


অন্যদিকে, দিল্লি-সহ উত্তর ভারতে ঘন কুয়াশার জেরে সকাল থেকে রাজধানীতে বিমান পরিষেবা ব্য়াহত। দিল্লি বিমানবন্দরে আন্তর্জাতিক ও অন্তর্দেশীয় মিলিয়ে প্রায় ৩০টি উড়ানের ওঠানামায় দেরি। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় উত্তর ভারতে ১৪টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে।                                                                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে