সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্যে (West Bengal) রেশন দুর্নীতির (Ration Scam) তদন্ত চলাকালীনই একের পর এক অশান্তি। নতুন বছরের শুরু থেকেই অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন রেশন ডিলাররা (Ration Dealer)। 


কেন এমন সিদ্ধান্ত? 


কমিশন নিয়ে অসন্তোষের জেরে ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। পয়লা জানুয়ারি থেকে দেশের প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। রাজ্যেও বন্ধ থাকবে ২০ হাজারের বেশি রেশন দোকান । যার জেরে সমস্যায় পড়তে চলেছেন প্রায় ৮১ কোটি গ্রাহক।                                                                    


রেশন নিয়ে ইডি


এদিকে, একশো-দু’শো নয়, রেশন দুর্নীতির পরিমাণ হাজার কোটি ছাড়াতে পারে। কারণ, এক-দু’ বছর নয়, দুর্নীতি চলেছে এক দশকের বেশি সময় ধরে। বিস্ফোরক দাবি করল ED। কেন্দ্রীয় এজেন্সির দাবি, রেশন দুর্নীতিতে বাকিবুর একা নন, এমন অনেক চালকল, গমকল মালিক নজরে আছে। ED-র দাবি, শুধুমাত্র সরকারি গম বা আটা নয়, ধান এবং চাল নিয়েও দুর্নীতি হয়েছে। বাজার থেকে ঘুরপথে সরকারের ঘরেই ফিরে এসেছে ধান, চাল, গম, আটা। আসা-যাওয়ার পথে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে বলে দাবি ED-র।


আরও পড়ুন, তাঁর জন্য ধর্নায় বসেছিলেন মমতা, সেই রাজীব কুমারই এবার রাজ্যের ডিজি


জেলায় জেলায় রেশন-অশান্তি


কিছুদিন আগে, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদে রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধে। গ্রামবাসীদের চাপে বাগদায় রেশন দুর্নীতির কথা স্বীকার করেছেন রেশন ডিলার। সিল করা হল রেশন দোকান। অন্য দিকে, রেজিনগরে রেশন-বিক্ষোভের ঘটনায় দুর্নীতির অভিযোগ মানতে নারাজ রেশন ডিলার। 


পাশাপাশি, রেশন সামগ্রী কম দেওয়ার অভিযোগে মুর্শিদাবাদের রেজিনগরেও উত্তেজনা ছড়িয়েছিল। গোপালপুর এলাকায় রেশন ডিলার হাসিবুর রহমানের দোকান ঘিরে বিক্ষোভ দেখিয়েছিলেন গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ ছিল, দীর্ঘদিন ধরেই পরিমাণে কম রেশন দেওয়া হচ্ছিল। এদিনও একই ঘটনা ঘটায় গ্রামবাসীরা প্রতিবাদ জানান। পরে রেজিনগর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কম রেশন দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রেশন ডিলার। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে