সঞ্চয়ন মিত্র, কলকাতা: মাঘে দেখা নেই হাড়কাঁপানো ঠাণ্ডার। কথায় বলে মাঘের শীত বাঘের গায়ে। কিন্তু মাঘ মাস পড়তে না পড়তেই উধাও হয়ে গেল ঠান্ডা। 


অকালেই উষ্ণ কলকাতা (Kolkata) লাফিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা (Temperature)। সোমবারের থেকে একধাক্কায় ২ ডিগ্রি বেড়ে, মঙ্গলবার, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 


আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সকাল থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল কুয়াশায় মোড়া। বেলা বাড়তেই তা কেটে দেখা দেয় রোদ্দুর।                                         


কিন্তু কী কারণে এই অকাল উষ্ণতা? 



উত্তর-পশ্চিম ভারতে পর পর পশ্চিমী ঝঞ্ঝা। রাজস্থান ও সংলগ্ন এলাকায় রয়েছে একটি ঘূর্ণাবর্ত। শুক্রবার নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝায় থমকে গেছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর বলছে আগামী ২-৩ দিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়বে। অর্থাৎ, প্রজাতন্ত্র দিবস ও সরস্বতী পুজোয় শীতের আমেজ পুরোপুরি উধাও হয়ে যাবে।                                       


আরও পড়ুন, পুলিশকে ২ টাকার চাকর বলে গালিগালাজ তৃণমূল বিধায়কের! ভিডিও ভাইরাল


আবহাওয়া দফতর সূত্রে খবর, সর্বনিম্ন তাপমাত্রা কুড়ি ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ও সর্বোচ্চ তামপাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। সপ্তাহভর থাকবে শুষ্ক আবহাওয়াই থাকেবে। দক্ষিণবঙ্গে ভোরের দিকে থাকবে ঘন কুয়াশার দাপট, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর।                                      


আগামী ২ দিন এরকমই পরিস্থিতি থাকবে। সকালবেলা কুয়াশায় ঢাকা থাকবে। উত্তরবঙ্গে আগামী ২-৩ দিন একইরকম আবহাওয়া থাকবে। পরের ২-৩ দিন, তাপমত্রা ২-৩ ডিগ্রি বাড়বে।