মুম্বই: দীর্ঘ ৪ বছর পর মুক্তি পাচ্ছে শাহরুখ খানের (Shah Rukh Khan) ছবি। স্বাভাবিকভাবেই উত্তেজিত তাঁর অনুরাগীরা। অগ্রিম টিকিট বুকিংয়ের হিসেবে প্রথম দিন বক্স অফিসে ঝড় তুলতে পারে 'পাঠান' (Pathaan)। ট্রেড অ্যানালিস্টরা আন্দাজ করছেন যে, প্রথম দিন ৪০ কোটি টাকার মতো ব্যবসা হতে পারে এই ছবির। একনজরে দেখে নেওয়া যাক শাহরুখ খানের শেষ ৫টি ছবির বক্স অফিস কালেকশন কেমন ছিল?


শাহরুখ খানের শেষ ৫টি ছবির বক্স অফিস কালেকশন কত ছিল?


১. ২০১৬ সালের ১৫ এপ্রিল মুক্তি পায় শাহরুখ খানের ছবি 'ফ্যান' (Fan)। এই ছবিতে ডবল রোলে দেখা গিয়েছিল কিং খানকে। মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল এই ছবি। আর বক্স অফিসে একেবারেই ভালো ব্যবসা করতে পারেনি। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী জানা গিয়েছে, 'ফ্যান' মাত্র ৮৪,০৩,২৫,০০০ টাকার ব্যবসা করেছিল।


২. শাহরুখ খানের পরবর্তী মুক্তি পাওয়া ছবি 'ডিয়ার জিন্দেগি' (Dear Zindagi)। আলিয়া ভট্টের সঙ্গে অভিনীত এই ছবি মুক্তি পায় ২০১৬-র ২৫ নভেম্বর। বক্স অফিসে ছবিটি ব্যবসা করে ৬৬,৪৬,৭৫,০০০ টাকার।


৩. ২০১৭-র ২৫ জানুয়ারি মুক্তি পায় 'রইস' (Raees)। শাহরুখ খানের এই ছবি বক্স অফিসে ব্যবসা করেছিল ১,২৮,৭৭,৫০,০০০ টাকার।


আরও পড়ুন - Akshay Kumar: ছবি পিছু ৫০-১০০ কোটি টাকা নেন? জবাব দিলেন অক্ষয় কুমার


৪. ২০১৭ সালে শাহরুখ খানের আরও একটি ছবি মুক্তি পায়। 'যব হ্যারি মেট সেজল' (Jab Harry Met Sejal)। পরিচালক ইমতিয়াজ আলির এই ছবিতে কিং খানের বিপরীতে দেখা যায় অনুষ্কা শর্মাকে। ছবির বক্স অফিস কালেকশন ছিল ৬২,০০,৫০,০০০ টাকা।


৫. শাহরুক খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'জিরো' (Zero) ছবিতে। ২০১৮ সালের ২১ ডিসেম্বর মুক্তি পায় এই ছবি। পর্দায় কিং খানের সঙ্গে দেখা যায় অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফকে। ছবিটি মাত্র ৮৮,৭৪,৫০,০০০ টাকার ব্যবসা করেছিল।


প্রসঙ্গত, বুধবার, ২৫ জানুয়ারি, দেশজুড়ে প্রায় ৫ হাজার পর্দায় মুক্তি পেতে চলেছে শাহরুখ খান অভিনীত 'পাঠান'। করোনা অতিমারীর পর বলিউড ধুঁকছিল। এখনও সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি বলিউড বক্স অফিস। ২০২৩ সালের প্রথম মাসেই 'পাঠান'-এর টিকিট বিক্রি আশা জাগিয়েছে অ্যানালিস্টদের মধ্যে। মাল্টিপ্লেক্স, সিঙ্গল স্ক্রিন থিয়েটার এমনকী দক্ষিণ ভারতেও টিকিট বিক্রির পরিমাণ বেড়েই চলেছে।