সঞ্চয়ন মিত্র, কলকাতা :  শীতকাল কবে আসবে সুপর্ণা...
কবির এই জিজ্ঞাসাই এখন রাজ্যবাসীর মনের কথা।  অবশেষে সুখবর। শীতের (winter ) আমেজ গায়ে মেখে লেপ-কম্বল-সোয়েটার জড়িয়েই আসছে পৌষ। রাজ্যে শীতের আমেজ । 

মরসুমের শীতলতম দিন
শুক্রবার চলতি মরসুমের শীতলতম দিন। একদিনে প্রায় ২ ডিগ্রি কমল তাপমাত্রা ( Winter Temperature ) । আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকে

র থেকে এক ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভিন্ন জেলাতেও নেমেছে পারদ।

শনিবার থেকে শুরু হচ্ছে পৌষমাস। তার আগে রাজ্যে কিছুটা হলেও ফিরল শীতের আমেজ। মাঝ ডিসেম্বরেও গত কয়েকদিনে তাপমাত্রা খুব একটা নামেনি। স্বাভাবিকের ওপরেই ছিল। আবার উত্তুরে হাওয়ার পথ খুলতেই নামল পারদ। 

আরও পড়ুন - 

Weather Update: কাঁপুনি ধরাচ্ছে ঠান্ডা হাওয়া ! পারদ নামল এই দুই জেলায়

                                                                     

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
16-Dec 15.0 28.0
Mainly Clear sky
17-Dec 14.0 27.0
Mainly Clear sky
18-Dec 15.0 26.0
Mainly Clear sky
19-Dec 15.0 26.0
Mainly Clear sky
20-Dec 16.0 26.0
Mainly Clear sky
21-Dec 16.0 27.0
Mainly Clear sky
22-Dec 16.0 26.0
Mainly Clear sky