কলকাতা: ফের আবহাওয়ার খামখেয়ালিপনা (West Bengal Weather Update)। প্রবল গরম থেকে গুমোট আবহাওয়ার পর এবার বৃষ্টিপাতের পূর্বাভাস (Rainfall Forecast)। দক্ষিণে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢোকার কারণে এবং আরও কিছুটা আবহাওয়া-সংক্রান্ত পরিস্থিতির কারণে ১৬ থেকে ২০ মার্চের মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায়। সর্বভারতীয় আবহাওয়া দফতর সূত্রে খবর এমনই। 





কী বলা হয়েছে আবহাওয়া দফতরের বুলেটিনে?


সর্বভারতীয় আবহাওয়া দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৬ মার্চ, দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে একটি বা দুটি স্থানে থাকবে বৃষ্টির আবহাওয়া। কমলা সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেই সঙ্গে থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া।


অন্যদিকে, ১৭ তারিখও জারি করা হয়েছে কমলা সতর্কতা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে বাড়বে হাওড়ার গতিবেগ। ঘণ্টায় ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ৫০ থেকে ৬০ কিমি। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, হাওড়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান ও কলকাতায় ঝোড়ো আবহাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে হুগলি, নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদের একাধিক স্থানে। 


 






আরও পড়ুন: Khaibar Pass 2024: বিরিয়ানি থেকে কাবাব, ফিশফ্রাই থেকে আইসক্রিম, এক ছাদের তলায় এলাহি খাবারের আয়োজন, শুরু হল 'খাইবার পাস'


১৮ থেকে ২০ মার্চ পর্যন্ত জারি করা হয়েছে হলুদ সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের একটি বা দুটি স্থানে। শস্যের ক্ষতির আশঙ্কা করা হয়েছে বুলেটিনে। বজ্রবিদ্যুৎ বা বৃষ্টিপাতের সময় স্থানীয় বাসিন্দাদের খোলা স্থানে যেতে বারণ করা হয়েছে, ঘরের ভিতরে থাকার উপদেশ দেওয়া হয়েছে। এছাড়া বিপদ এড়াতে গাছপালা বা বৈদ্যুতিক পোলের নীচেও আশ্রয় নেওয়া থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।