কলকাতা: দেখতে দেখতে পার ১ দশক। এবার দশ বছরে পড়ল এবিপি আনন্দ (ABP Ananda) আয়োজিত 'খাইবার পাস' (Khaibar Pass 2024)। দশ বছরের স্বাদ উপভোগ করতে এবার শহরবাসীর ডেস্টিনেশন দক্ষিণ কলকাতা (South Kolkata)। হরেক খাবারের স্বাদ সন্ধান নিয়ে সাউথ সিটি মলের কাছে ইইডিএফ গ্রাউন্ডে (EEDF Ground) আজ থেকে শুরু হল 'খাইবার পাস'। এই খাবারের এলাহি উৎসব চলবে ১৭ মার্চ পর্যন্ত।
দক্ষিণ কলকাতায় শুরু 'খাইবার পাস'
বিরিয়ানি থেকে কাবাব, ফিশ ফ্রাই থেকে চাইনিজ বা ধরুন শেষ পাতে আইসক্রিম বা হালুয়া, খেতে খেতে ক্লান্ত হলে রয়েছে শরবত, বা হজমি, আচারের স্টল... আপনি শুধু নাম বলবেন, আর 'খাইবার পাস' হাজির করবে। আজ্ঞে হ্যাঁ! এমনি বিবিধ খাবারের ঢালাও সম্ভার নিয়ে প্রতি বছরের মতো এবারেও হাজির এবিপি আনন্দের 'খাইবার পাস'। ১৫ মার্চ, শুক্রবার শুরু হল এই ভোজ উৎসব। দুপুর ১টা থেকে রাত ১০টা পর্যন্ত অবাধ প্রবেশ। চলবে ১৭ মার্চ, রবিবার পর্যন্ত।
বিভিন্ন রেস্তোরাঁর তাঁদের বাছাই করা বিশেষ ডিশ নিয়ে স্টলে হাজির হবেন। এই তিন দিন দুপুর ১টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত জমিয়ে চলবে খাওয়া-দাওয়া। গেট খোলার আগেই জমতে থাকে ভিড়। এবারেও হল না তার অন্যথা। ডায়েট ভুলে এই তিন দিন 'খাদ্য' উৎসবে মেতে উঠুন এবিপি আনন্দ আয়োজিত 'খাইবার পাস'-এর সঙ্গে।
উত্তর কলকাতায় 'খাইবার পাস'
২০২৪ সালে দশ বছর পূরণ করল 'খাইবার পাস'। কলকাতা ছাড়াও রাজ্যের একাধিক জেলায় এই ভোজন উৎসবের আয়োজন করা হয়। তবে এতদিন কলকাতায় কেবল দক্ষিণেই আয়োজন করা হত 'খাইবার পাস'-এর। কিন্তু এই বছর প্রথম উত্তর কলকাতায় আয়োজন করা হয় 'খাইবার পাস ২০২৪'-এর। বাগবাজার সর্বজনীনের মাঠে আয়োজন করা হয় উত্তর কলকাতার প্রথম 'খাইবার পাস'-এর। তারপর ফের মার্চে চিরাচরিত ইইডিএফ গ্রাউন্ডে ফিরল 'খাইবার পাস'।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।