সঞ্চয়ন মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য, সুনীত হালদার, কলকাতা : কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য। তার মধ্যেই ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। বুধবার বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও নদিয়াতে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গজুড়েই বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে থাকবে কুয়াশার দাপট।

 শীত পিছু হঠবে ?
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। আর বুধবার তাপমাত্রা আরও নেমে ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।  তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর পর থেকে পুবালি হাওয়ার দাপটে শীত পিছু হঠবে। বাড়বে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া দফতরের। 

ট্রেনে দেরি 
মঙ্গলবার সকাল থেকে ছিল ঘন কুয়াশা। যার জেরে দৃশ্যমানতা কমে যাওয়ায় হাওড়ায় পূর্ব রেল এবং দক্ষিণ পূর্ব রেলের শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু দূরপাল্লার ট্রেন কয়েক ঘণ্টা দেরিতে হাওড়ায় পৌঁছয়।

শীতে কাঁপছে দিল্লি
অন্যদিকে শীতে কাঁপছে দিল্লি। রাজধানীতে পারদ নেমেছে চারের আশেপাশে। কনকনে ঠান্ডার দোসর হয়েছে ঘন কুয়াশা।
এর ফলে দিল্লি থেকে কলকাতাগামী অনেক বিমানই দেরিতে ছেড়েছে। দিল্লি থেকে দেরিতে চলছে একাধিক ট্রেন।  

উত্তরবঙ্গের আবহাওয়া 

গতকালই তুষারপাত হয়েছে দার্জিলিং জেলার কিছু অংশে। শীতে কাঁপছে শৈলশহর। আবহাওয়া দফতরের পূর্বাভাস, উত্তরবঙ্গে বিহার সংলগ্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।  কিছু অংশে কোল্ড ডে পরিস্থিতি তৈরি হতে পারে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। এছাড়াও দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহারে ঘন কুয়াশার দাপট থাকবে । দৃশ্যমানতা ২০০ মিটারের নিচে নেমে যাওয়ার আশঙ্কা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা রয়েছে দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাত হয়েছে। তার প্রভাব পড়েছে দার্জিলিংয়েও। 

মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।  মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আগামী ৭ দিন কলকাতার তাপমাত্রা কত থাকবে ? IMD র ওয়েবসাইট বলছে - 
সূত্র : city.imd.gov.in

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
17-Jan 6.0 17.0
Fog mist in the morning and mainly clear sky later
18-Jan 5.0 20.0
Moderate Fog
19-Jan 6.0 20.0
Moderate Fog
20-Jan 6.0 20.0
Dense Fog
21-Jan 6.0 21.0
Moderate Fog
22-Jan 5.0 22.0
Fog
23-Jan 6.0 22.0
Fog