কলকাতা : ভোটের আগে চড়ছে সারা দেশের উত্তাপ। বাগযুদ্ধে তপ্ত বাংলার মাটি। পাল্লা দিয়ে বাড়ছে ভোটমুখী বঙ্গের পারদও। প্রত্যাশা মতোই ৪০ পার করল বঙ্গের কয়েকটি জেলার তাপমাত্রা। কলকাতাতেও ৩৭ ডিগ্রি পেরলো পারদ। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, খুব শিগগিরি লু বইবার পরিস্থিতি তৈরি হয়েছে। বুধবার থেকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তীব্র গরম ও অস্বস্তিকর আবহাওয়া। আবহাওয়া দফতর আশঙ্কা বাড়িয়ে বলেছে আরো বাড়বে উষ্ণতা। দক্ষিণবঙ্গে বৃষ্টির স্বস্তি নেই ঠিকই, তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজও।
৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা
আবহাওয়া দফতরের পূর্বাভাস, বিভিন্ন জেলায় বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনের তাপমাত্রা স্বাভাবিকের ৪ - ৫ ডিগ্রি ওপরে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে বুধবার থেকে শুক্রবারের মধ্যে। এই সপ্তাহে কলকাতায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করেছে। চৈত্রেই ৪০ থেকে ৪২ ডিগ্রিতে চলে যেতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা, আশঙ্কা।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পাহাড়ে
উত্তরবঙ্গে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি চলতে পারে। মূলত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার বিভিন্ন জায়গায়। মঙ্গলবার বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়।
৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ
কলকাতায় মঙ্গলবার গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। আরও বাড়বে গরম। দিনের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ। জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তিও থাকবে গরমের সঙ্গে। বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৮.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৩৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
আরও পড়ুন :
'আমাদের ঠকতে দেখেই কি এই ভাবনা ওর?' চোখের কোণে জল 'বোকা হতে চাওয়া' ছেলেটার মায়ের