সঞ্চয়ন মিত্র, কলকাতা : টানা কয়েকদিন বৃষ্টির পর বৃহস্পতিবার থেকে  দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবে ঝড় বৃষ্টি। এদিন থেকেই পরিষ্কার আকাশের সম্ভাবনা। যদিও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে বলেই পূর্ভাভাস আবহাওয়া দফতরের।  রবিবার ফের রাজ্যে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। 

আজ ও কাল মেঘমুক্ত পরিষ্কার আকাশ

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে বৃহস্পতি ও শুক্রবার আকাশ থাকবে মেঘমুক্ত।  দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ফের শনিবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। রবিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও কালবৈশাখী হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।                     

 পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি                             

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং ,আলিপুরদুয়ার , কোচবিহার এবং জলপাইগুড়ি এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হবে ধীরে ধীরে । তবে পাহাড়ি অঞ্চলে চলবে বৃষ্টি। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা কম।              

কলকাতার আবহাওয়া 
বৃহস্পতিবার কলকাতায় সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে। পরে পরিষ্কার আকাশ দেখা যাবে। আগামী ৪৮ ঘন্টায় বৃষ্টির সম্ভাবনা কম । শনি ও রবিবার ফের বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার কলকাতার  সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। বুধবার  বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৪ ডিগ্রি সেলসিয়াস কম। https://city.imd.gov.in/ - এর দেওয়া তথ্য অনুসারে  - 

 

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
23-Mar 21.0 31.0
Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm
24-Mar 21.0 32.0
Partly cloudy sky
25-Mar 23.0 32.0
Partly cloudy sky
26-Mar 24.0 33.0
Partly cloudy sky
27-Mar 23.0 32.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
28-Mar 23.0 32.0
Partly cloudy sky
29-Mar 23.0 31.0
Partly cloudy sky with possibility of rain or Thunderstorm

  আরও পড়ুন :

 নাগাড়ে বৃষ্টি, এ সপ্তাহে মেঘ না কাটার সম্ভাবনাই দার্জিলিংয়ে