কলকাতা: বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সোমবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। সমুদ্র উত্তাল থাকায় আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের জন্য জারি থাকছে নিষেধাজ্ঞা। উত্তরবঙ্গে শনিবার থেকে বাড়বে বৃষ্টি। রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। 


আগামী কয়েকদিন কেমন যাবে আবহাওয়া? কী পূর্বাভাস দিল আবহাওয়া দফতর?


আগামীকাল অর্থাৎ ২৬ জুলাই সারা রাজ্যে বৃষ্টির বিশেষ পূর্বাভাস নেই। ২৬ জুলাই সকাল সাড়ে আটটা থেকে ২৭ জুলাই সকাল সাড়ে আটটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে IMD কলকাতা অফিস।
রাজ্যের পশ্চিমদিকের কিছু জেলায় হলুদ সতর্কতা রয়েছে। চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টি বা বজ্রপাতের কোনও সতর্কবার্তা নেই। কিন্তু Wide Spread বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বাকি সব জেলায়। বৃষ্টি পাবে কলকাতাও (Kolkata Weather)।


 






২৭ জুলাইয়ের পূর্বাভাস:
শনিবার সকাল সাড়ে আটটা থেকে রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের ২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং ও কালিম্পং এই ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাকি কোনও জেলায় সেভাবে কোনও ভারী বৃষ্টি বা বজ্রবিদ্যুতের পূর্বাভাস নেই। 


২৮ জুলাইয়ের পূর্বাভাস:
রবিবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তবে তা উত্তরবঙ্গের ৩টি জেলায়। রবিবার সকাল সাড়ে আটটা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে- উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। বাকি জেলাগুলিতে কোনও সতর্কবার্তা নেই। ভারী বৃষ্টি বা বজ্রপাতের পূর্বাভাস নেই। তবে দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হবে। উত্তরবঙ্গের বাকি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


আলিপুর আবহাওয়া দফতরের তরফে সোমনাথ দত্ত জানান,  এখন যা পরিস্থিতি তাতে আগামী সাত দিনে গোটা দক্ষিণবঙ্গ ভাল বৃষ্টি পেতে চলেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের উপর একটি চক্রবাত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তিনি বলেন, 'আমরা আশা করছি আগামী ২৪-৪৮ ঘণ্টা পরে এই চক্রবাত ঘূর্ণাবর্ত একটি নিম্নচাপ বলয় তৈরি করতেও পারে। এর আগে এমন হয়েছে।'


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ফের ছাত্র নির্যাতনের অভিযোগ