সঞ্চয়ন মিত্র, কলকাতা : উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ অবস্থান করছে ছত্রিশগড়ে । ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে যাচ্ছে সেটি। আগামী ২৪ ঘণ্টায় তা আরও দুর্বল হবে বলে মনে করছে আবহাওয়া দফতর। উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ ও দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশে ঢুকে এটি আরও শক্তি ক্ষয় করবে।
নিম্নচাপের ( Depression ) জেরে বুধবার অবধি দক্ষিণবঙ্গে ( South Bengal ) বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি ( Heavy Rain ) হয়েছে। বৃহস্পতিবার থেকে দাপট কমেছে বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত বাড়বে গরম । আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় । তবে বৃষ্টির পরিমাণ কমবে গত কয়েক দিনের তুলনায়।
আগামী ২-৩ দিনে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে রয়েছে জলীয় বাষ্প তাই আর্দ্রতা জনিত অস্বস্তি চরম হতে পারে। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তারপর দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হবে।
আগামী কয়েকদিন হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সব জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে।
কলকাতায় আংশিক মেঘলা আকাশ। আগামী তিন দিনে বাড়বে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি। বৃষ্টির পরিমাণ কমবে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বদলাতে পারে আবহাওয়া।
এক নজরে কলকাতার আগামী ৭ দিনের তাপমাত্রা
https://city.imd.gov.in/ সূত্রে খবর,
7 Day's Forecast | ||||
Date | Min Temp | Max Temp | Weather | |
04-Aug | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
05-Aug | 28.0 | 33.0 | Partly cloudy sky with possibility of moderate rain or Thunderstorm | |
06-Aug | 28.0 | 33.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
07-Aug | 27.0 | 33.0 | Partly cloudy sky with one or two spells of rain or thundershowers | |
08-Aug | 27.0 | 31.0 | NA | |
09-Aug | 27.0 | 30.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm | |
10-Aug | 27.0 | 30.0 | Generally cloudy sky with possibility of rain or Thunderstorm |
কলকাতার তাপমাত্রা
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের দু ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯০ শতাংশ।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন