সঞ্চয়ন মিত্র, কলকাতা :  নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে (West Bengal Weather Update) অবস্থান করছে। কিছুটা পশ্চিম দিকে সরে এটি দক্ষিণ ওড়িশা ও ছত্রিশগড়ের ওপর দিয়ে যাবে আগামী ২৪ ঘন্টায়। এর ফলে দক্ষিণবঙ্গে নিম্নচাপ ও নিম্নচাপ অক্ষরেখার পরোক্ষ প্রভাব পড়বে। (WB Weather Update) 


দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ? 
আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বুধবার মেঘলা আকাশই থাকবে।  বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি চলবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তাই সতর্ক থাকতে হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় বজ্রপাতে মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 


বঙ্গেক উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এছাড়াও বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তির সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ  কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। শুক্রবারের পর বৃষ্টির পরিমাণ আবার কমবে।


উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গে আগামী কয়েক দিন বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃহস্পতিবার থেকে উপরের দিকের জেলা দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে সামান্য দু-এক পশলা হালকা বৃষ্টি হবে। এর মধ্যে কোচবিহার ও আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরে থাকবে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ নিচের দিকের জেলাগুলিতে তাপমাত্রার সঙ্গেই বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।


কলকাতার আবহাওয়া


কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। আগামী দু দিন তাপমাত্রা একই রকম থাকবে। শুক্রবার থেকে ফের আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বাড়বে তাপমাত্রা সঙ্গে আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস,  যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩.৩ মিলিমিটার।


দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। সেখানে ভারী বৃষ্টির সতর্কতা। সমুদ্র উত্তাল থাকার কারণে বৃহস্পতিবার পর্যন্ত মৎস্যজীবীদের আন্দামান সাগরে যেতে নিষেধ করা হয়েছে।       

আরও পড়ুন :


মুখভার নাকি বর্ষণ, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?