কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।


অমিতাভ বচ্চনের 'এক্স' পোস্ট


দেশজুড়ে এখন একটাই প্রধান আলোচনা। দেশের নাম 'India' না 'ভারত' (Bharat), তার সমর্থনে তোলপাড় গোটা দেশের রাজনীতি। এই আবহে অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) 'এক্স' অ্যাকাউন্ট থেকে করা পোস্ট ইঙ্গিত দিল তাঁর পছন্দের নামের। দেশের নাম পরিবর্তন নিয়ে যখন তোলপাড় গোটা দেশ, তখনই মঙ্গলবার দুপুরে 'এক্স' পোস্ট করলেন অমিতাভ বচ্চন। তিনি লেখেন, 'ভারত মাতা কি জয়'। সেই সঙ্গে তেরঙ্গার ইমোজি ও কমলা ফ্ল্যাগ ইমোজি দেন। হিন্দিতে এমনটাই লেখেন বিগ বি। তাঁর পোস্টে ইতিমধ্যেই ২৬ হাজার লাইক পড়েছে। সেই সঙ্গে রিপোস্টের সংখ্যা দুপুর পর্যন্ত ছুঁয়েছিল ৪,১২০ যা ক্রমেই বাড়ছে। প্রসঙ্গত, জি-২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর তরফে যে নিমন্ত্রণপত্র গিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, তাতে ইংরেজিতে 'প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া'র (President of India) পরিবর্তে 'প্রেসিডেন্ট অফ ভারত' (President of Bharat) লেখা হয়েছে। সংবিধান লঙ্ঘন করে দেশের নামও পাল্টে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা। (G20 Summit 2023)


 






শিক্ষক দিবসে গুরুকে স্মরণ করে আবেগঘন পোস্ট শোভনের


মঙ্গলবার ছিল শিক্ষক দিবস (Teacher's Day 2023)। আর এই বিশেষ দিনে নিজের গুরুকে স্মরণ করলেন সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় (Shovan Ganguly)। নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে প্রয়াত শিল্পী কেকের (KK) সঙ্গে একটি ছবি পোস্ট করে শোভন লেখেন, 'যার পথ দেখে পথে আসা... স্মৃতি।' শোভনের এই পোস্টে ভালবাসা জানিয়েছেন তাঁর আপামর অনুরাগীরা। কেকের প্রতিও শ্রদ্ধা জানিয়েছেন তাঁর ভক্তরা। উল্লেখ্য, সারেগামাপা অনুষ্ঠানের মঞ্চ থেকে তোলা এই ছবিতে শোভনের সঙ্গে বেশ হাসিখুশি মুখে ধরা দিয়েছেন কেকে। প্রসঙ্গত,  কৃষ্ণকুমার কুন্নাথ (Krishnakumar Kunnath) ওরফে কেকে প্রয়াত হন গতবছর ৩১ মে। কলকাতায় অনুষ্ঠান করতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। মালয়ালি পরিবারের জন্মগ্রহণ করেছিলেন এই সঙ্গীতশিল্পী। 


 






আরও পড়ুন: Top Entertainment News Today: তিরুপতি মন্দিরে প্রার্থনা 'জওয়ান'-এর, দেশের নাম পরিবর্তনের আবহে বিগ বির পোস্ট, বিনোদনের সারাদিন


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial