অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : সপ্তাহশুরু থেকেই বঙ্গের জেলায় জেলায় দুর্যোগের  সঙ্কেত দিন আবহাওয়া দফতর। সোমবার দিন শুরু হয়েছে মেঘলা আকাশ দিয়ে। বেলা বাড়লে আরও বাড়বে বৃষ্টি। পূর্বাভাস, আবহাওয়া দফতরের। 


দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার পর্যন্ত বাংলা ও ওড়িশার মৎস্যজীবীদের জন্য জারি করা হয়েছে এই সতর্কবার্তা।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এবার শক্তি বাড়িয়ে তা অতি গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। সোমবারের মধ্যেই অতি গভীর নিম্নচাপ রূপে এটি পুরীর কাছাকাছি স্থল ভাগে প্রবেশ করবে। এটি দীঘা থেকে ৩৫০ কিলোমিটার দূরে এবং পুরী থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থান করছে। অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরেও এটি উত্তর-পশ্চিম দিকে এসে পুরীর কাছাকাছি স্থলভাগে প্রবেশ করার পর গতিপথ পরিবর্তন করবে। 


নিম্নচাপের প্রভাবে প্রবল দুর্যোগ হতে পারে ওড়িশা ও বঙ্গের উপকূলবর্তী রাজ্যগুলিতে। উত্তাল থাকবে উত্তর বঙ্গোপসাগর । ৪০ থেকে ৫০ সর্বোচ্চ ৭০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে যেতে মানা করা হয়েছে মৎস্যজীবীদের।


এই পরিস্থিতির প্রভাবে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি  হবে। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে। পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। এর মধ্যে আবার ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,  দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম এবং নদিয়া জেলাতে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে  উত্তর ২৪ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।


সোমবার থেকে  বৃষ্টি হতে পারে কলকাতাতেও।   বুধবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায়। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৮ থেকে ৮৭ শতাংশ।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে 


আরও পড়ুন :                         


RG Kar News: 'শুনানি ঘিরে উত্তেজনা তৈরি না করে ধর্ষণের মানসিকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে'