কলকাতা: এক মাস পার, অধরা বিচার। কাল সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি, তার আগে আজ ফের রাত দখলের ডাক সাধারণ মানুষের। আরজি কর কাণ্ডে (RG Kar News) রাস্তায় আলপনা দিয়ে, ছবি এঁকে প্রতিবাদ সামিল শিল্পী থেকে নাগরিক সমাজ। প্রতিবাদে অভিনেতারাও। কী বলছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee)? 


'কাল যা খুশি হতে পারে, তার মানে আন্দোলন থামবে না'


পরমব্রত চট্টোপাধ্যায় বলেন, 'নিশ্চয়ই মানুষ তাকিয়ে থাকবেন কালকের শুনানির দিকে, কিন্তু দয়া করে এটাকে 'নির্বাচনের ফলাফল' বা 'একটা খেলা হতে চলেছে' এই পর্যায়ে নিয়ে যাবেন না। সকলের কাছে এটা আমার অনুরোধ। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনার বিচারের অপেক্ষা। এটা ঘিরে যে একটা অত্যন্ত উত্তেজনার পরিবেশ তৈরি করা হচ্ছে সেটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না। কাল শুনানিতে কোনও সুবিচার আসতে পারে, সপবিচারের রাস্তায় একটা পদক্ষেপ হতে পারে, সুবিচার একেবারেই না আসতে পারে। যা খুশি হতে পারে। তার মানে এই নয় যে এই আন্দোলন, এই প্রতিবাদ থেমে যাবে। তাছাড়া যে গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো এই আবহে উঠে আসছে সেই আলোচনাগুলো যেন থেমে না যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী পুরুষ সম্পর্কের মধ্যে অসাম্যের যে কথা। যে অসাম্যের ভাবনা থেকে ধর্ষণের মতো ঘটনা ঘটে। এই মানসিকতার বিরুদ্ধে লড়াই চলতে থাকবে।'


 



আরজি কর কাণ্ডের প্রতিবাদে পথে নেমে এদিন বাদশা মৈত্র বলেন, 'যে অবান্তর দাবিগুলি শুনেছিলাম, ৭ দিনের মধ্যে ফাঁসি ইত্যাদি, এটা তো ঠিক যে বিচার ওভাবে হয় না। ওগুলো আসলে বিচারকে প্রহসনের চেষ্টা ছিল। প্রত্যেকদিন সংবাদ মাধ্যমে নতুন নতুন নাম, নতুন নতুন সম্ভাবনার কথা উঠে আসছে, এই প্রত্যেকটা লোকের আমরা মুখোশ খুলে দিতে চাই। ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আমরা। এবং যে থ্রেট কালচার, যে সিন্ডিকেট রাজ, যার জন্য তিলোত্তমাকে অকালে চলে যেতে হল, এর নেপথ্যে যতগুলো মাথা আছে, প্রশাসনের যে দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে, তার নেপথ্যে যে মাথা আছে, তারও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।'


আরও পড়ুন: RG Kar News: 'ডাক্তারদের পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ব আমরা', মন্তব্য বাদশা মৈত্রের


কলকাতা থেকে জেলা, আরজি কর কাণ্ডে বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে ফের রাত দখল। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে বিচার চেয়ে শ্যামবাজার থেকে সোদপুর প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন কর্মসূচি।