অরিত্রিক ভট্টাচার্য, শান্তনু নস্কর, কলকাতা: কালও রাজ্যে (West Bengal) বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের (Alipur Weather Office) পূর্বাভাস, দক্ষিণবঙ্গে (South Bengal) দুর্যোগের প্রভাব পড়বে বেশি। বৃহস্পতিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


কালও রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রভাব পড়বে বেশি। বৃহস্পতিবার থেকে উন্নতি হবে আবহাওয়ার। উত্তরবঙ্গের পাঁচ জেলায় শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের (Sanjib Banerjee) কথায়, বিক্ষিপ্তভাবে যে থান্ডার স্টর্ম অ্যাক্টিভিটি চলছে, কালকে পর্যন্ত তা চলবে উত্তর (North Bengal) এবং দক্ষিণবঙ্গ (South Bengal) দুজায়গাতেই। ক্যালেন্ডারের পাতা বলছে, এখন চৈত্র। অথচ আবহাওয়ায় তার কোনও প্রতিফলনই নেই!কয়েকদিন ধরে না আছে খর রোদ, না আছে হাঁসফাঁস করা গরম!বরং নিম্নচাপ অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে কয়েকদিন ধরেই বেশ ঠান্ডা ঠান্ডা ভাব!


রবিবার বৃষ্টিতে ভিজেছে কলকাতা-সহ একাধিক জেলা। আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বেশি ঝড়বৃষ্টি হতে পারে। তার মধ্যে রয়েছে, দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের মতো জেলা। 


আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের কথায়, রাজ্যের মাঝখানে সবচেয়ে বেশি প্রভাব। দক্ষিণবঙ্গে (South Bengal) বেশি থান্ডারস্টর্ম হতে পারে। দুই বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও মুর্শিদাবাদের মতো জেলায় বেশি বৃষ্টি হতে পারে।


আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও বৃহস্পতিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে। তবে উত্তরবঙ্গের ৫ জেলায় শনিবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। প্রথম চৈত্রের দুর্যোগেই প্রাণহানির ঘটনা ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার লাহিড়িপুরে। বাজ পড়ে মৃত্য়ু হয়েছে রেবতী সরকার নামে এক মহিলার। 


ভরা বসন্তেও গতকাল বৃষ্টিতে ভিজেছিল কলকাতা। তার জেরে স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। আজও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ৩০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের চার জেলা, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি, শিলাবৃষ্টিও হতে পারে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়া বদলাবে।