নয়াদিল্লি: বছর গড়ালেই লোকসভা নির্বাচন। তার আগে দিল্লির রাস্তা ফের সরগরম কৃষক বিক্ষোভে। ফসলের সঠিক সহায়ক মূল্য বা এমএসপি-র দাবিতে আজ, দিল্লিতে রামলীলা ময়দানে জমায়েত করল কৃষক সংগঠনের। সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। সকাল থেকেই দিল্লিতে জড়ো হয়েছিলেন বিভিন্ন রাজ্যের কৃষকরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসেছেন তাঁরা। দিল্লির রামলীলা ময়দানে একাধিক দাবিতে সভাও করেছেন তাঁরা। বিভিন্ন এলাকা থেকে মিছিল করে এসে রামলীলা ময়দানে জড়ো হয়েছে কৃষকরা। সেখানেই আয়োজিত হচ্ছে কিসান মহাপঞ্চায়েত (kisan mahapanchayat)।


এই কিসান মহাপঞ্চায়েতের কথা আগেই জানিয়েছিল সংযুক্ত কিসান মোর্চা (Samyukt Kisan Morcha) বা SKM। কৃষি আইন (Farm Laws) ফিরিয়ে নেওয়ার দাবিতে এই সংগঠনের নেতৃত্বেই প্রায় বছরভর আন্দোলন হয়েছিল। আন্দোলনের পরে তুলে নেওয়া হয়েছিল সেই আইন। এবার ফের পথে কৃষক সংগঠন। সহায়কমূল্য নিয়ে একাধিক দাবি করা হয়েছে কৃষকদের তরফে। কেন্দ্রের তরফে যে যে পদক্ষেপ করা হচ্ছে, তা আদতে কৃষকদের স্বার্থবিরোধী বলে অভিযোগ তাদের। সহায়কমূল্যের জন্য আইনি সুরক্ষাকবচও দাবি করেছে কৃষক সংগঠন।    


একাধিক দাবি:
শুধুমাত্র ন্যূনতম সহায়কমূল্য (MSP) নয়, কৃষকদের দাবির মধ্যে রয়েছে পেনসন, ঋণ মকুবের মতো দাবি। এছাড়া কৃষক আন্দোলনে যাঁরা মারা গিয়েছেন তাঁদের পরিবারকে আর্থিক সাহায্য দান, বিদ্যুৎ বিল মকুবের মতো একাধিক দাবিও রয়েছে। কৃষিকাজের জন্য বিনামূল্যে বিদ্যুৎ দেওয়া এবং গ্রামীন এলাকায় বাড়িপ্রতি ৩০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার দাবিও জানানো হয়েছে।


বিকেল ৩টা পর্যন্ত কৃষকদের এই মিছিল ও সভা চলেছে। সংযুক্ত কিসান মোর্চার পক্ষ থেকে ১৫ জনের একটি প্রতিনিধি দল দেখা করেছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরের সঙ্গে। তাঁর হাতেই একটি দাবিপত্র তুলে দেওয়া হয়েছে। আগেই কৃষকরা জানিয়েছিলেন, ২০২১ সালের ৯ ডিসেম্বর কেন্দ্র যে যে আশ্বাস দিয়েছিল সেগুলো সব পূরণ করতেই হবে। এবারও দাবি পূরণ না হলে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


মিছিলের জন্য ট্রাফিকে চাপ:
কৃষক মিছিলের জন্য দিল্লির ট্রাফিকে চাপ তৈরি হয়েছে আজ। একাধিক রাস্তায় গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কোথাও গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিমানবন্দর, রেলস্টেশন যাওয়ার জন্য হাতে সময় নিয়ে বেরোতে বলা হয়েছে দিল্লি ট্রাফিক পুলিশের তরফে।


আরও পড়ুন: ভারত-সফরে জাপানের প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে খেলেন ফুচকাও